ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 আইপিএলে চেন্নাই সুপার কিংসে নেতৃত্ব দেবেন বেন স্টোকস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম

 আইপিএলে চেন্নাই সুপার কিংসে নেতৃত্ব দেবেন  বেন স্টোকস

 আইপিএলে চেন্নাই সুপার কিংসে নেতৃত্ব দেবেন  বেন স্টোকস

 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসর শুরুর আগে নেতৃত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক হিসেব দায়িত্ব নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এরপর টুর্নামেন্টের মাঝ পথে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এই অলরাউন্ডার। যার ফলে আবারও নেতৃত্ব ভার পড়ে ধোনির কাঁধে। তবে আসন্ন আসরে চেন্নাইকে নেতৃত্ব দেবেন বেন স্টোকস এমনটাই বলেছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টেইরিস।

গত আসরে আইপিএলে নাম দেননি স্টোকস। এবার মিনি নিলামে নাম দেয়ার পর তার দল পাওয়াটা অনুমিতই ছিল। সেখান থেকেই ১৬ কোটি ২৫ লাখ রুপিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে চেন্নাই। যা ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক। এরা আগে কোনো ক্রিকেটারকে দলে পেতে এত টাকা খরচ করেনি তারা।

স্টোকসের পেছনে বড় অঙ্কের এই অর্থ খরচ করার অবশ্য বেশ কিছু কারণ রয়েছে। ব্যাট হাতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে মিডিয়াম পেস, সবমিলিয়ে একজন কার্যকরী অলরাউন্ডার। তাছাড়া অনেকের মতেই, এটাই ধোনির শেষ আসর হওয়ায় এখন থেকেই স্টোকসে অধিনায়কত্ব দিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

এনবিএস/ওডে/সি