এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম
অভিনেত্রী তুনিশার ‘আত্মহত্যার’ ঘটনায় সহ-অভিনেতা গ্রেপ্তার
ভারতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার ‘আত্মহত্যার’ ঘটনায় তাঁর সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার স্থানীয় পুলিশ জানায়, গ্রেপ্তার শেজানকে সোমবার আদালতে হাজির করা হবে।
ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তের পর পুলিশ বলেছে, হত্যা বা আত্মহত্যা উভয় দিক বিবেচনায় নিয়েই তারা ঘটনাটি তদন্ত করবে। কারণ তারা ঘটনাস্থলে আত্মহত্যার কোনো চিরকুট পায়নি।
জানা যায়, শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ে একটি টিভি সিরিয়ালের শুটিংয়ে চা পানের বিরতি দেওয়া হয়েছিল। এরপর অনেকটা সময় পেরিয়ে গেলেও তুনিশা সাজঘর থেকে বের হচ্ছিলেন না। পরে তারা সাজঘরের দরজা ভেঙে ভেতরে তুনিশার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর দিবাগত রাত দেড়টার দিকে শুটিং সেটের সদস্যরা তুনিশাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, ‘ভারত কা বীর পুত্র’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে তুনিশার অভিনয় শুরু। পরে তিনি চক্রবর্তী অশোক সম্রাট, গাব্বার পুঞ্চওয়ালা, শের-ই-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিং, ইন্টারনেট ওয়ালা লাভ প্রভৃতি টিভি ধারাবাহিকে অভিনয় করে অল্প বয়সেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। এ ছাড়া তুনিশা বলিউডের ‘দাবাং ৩’, ‘ফিতুর’, ‘বার বার দেখো’ ছবিতেও অভিনয় করেছেন।
এনবিএস/ওডে/সি