ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

তুনিশার দেহ ঝুলছিল সিরিয়ালের সেটে, গ্রেফতার ঘনিষ্ঠ অভিনেতা শীজান মহম্মদ খান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

তুনিশার দেহ ঝুলছিল সিরিয়ালের সেটে, গ্রেফতার ঘনিষ্ঠ অভিনেতা শীজান মহম্মদ খান

তুনিশার দেহ ঝুলছিল সিরিয়ালের সেটে, গ্রেফতার ঘনিষ্ঠ অভিনেতা শীজান মহম্মদ খান


 ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা সহ-অভিনেতা শীজান মহম্মদ খানকে (Sheezan Khan) গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, শীজানের বিরুদ্ধে আত্মহত্যায় (suicide) প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন তুনিশার মা। শনিবার রাতে মুম্বই পুলিশের কাছে এই অভিযোগ দায়ের হওয়ার পরেই ওই অভিনেতাকে গ্রেফতার (arrest) করা হয়। সোমবার তাঁকে কোর্টে তোলা হবে। 
পুলিশ সূত্রে খবর, তুনিশার মা অভিযোগ জানানোর পরই শীজানকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাতে আর বিশেষ কিছুই জানা যায়নি। তবে রবিবার সকাল হতেই খবর আসে, পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিনেতার মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গেছে, প্রয়োজন হলে সেই সময় শ্যুটিং সেটে উপস্থিত থাকা বাকি কলাকুশলীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। 
উল্লেখ্য, শনিবার শ্যুট করতে সেটে আসেন অভিনেত্রী। মুম্বইয়ে সেই সেটের মেকআপ রুমেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ ঝুলতে দেখা যায়। তুনিশাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু শেষরক্ষা হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, অভিনেত্রী আত্মহত্যা করেছেন। এরপরই তদন্ত শুরু হয়।
শুধু ছোটপর্দার নয়, তুনিশা বড়পর্দাতেও বহু বার অভিনয় করেছেন। বিশেষ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর চেহারার সাযুজ্য থাকায়, ক্যাটরিনা অভিনীত বহু সিনেমায় তাঁর চরিত্রের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন তুনিশা। ‘ফিতুর’, ‘বার বার দেখো’ ছবিতে দেখা গেছে তাঁকে। সিনেমার পাশাপাশিই সিরিয়ালে অভিনয় চালিয়ে গিয়েছেন তিনি।


খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে