ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

 কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার সাকিব, আইপিএলে প্রথম লিটন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম

 কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার সাকিব, আইপিএলে প্রথম লিটন

 কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার সাকিব, আইপিএলে প্রথম লিটন

 কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে কেনা বেশিরভাগ ক্রিকেটার ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই এবারের নিলামে টাকা খরচ করতে চায়নি দলটি। শাহরুখ খানের দল এবার সবচেয়ে বেশি টাকা খরচ করেছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের পেছনে।

গত ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামে কলকাতা মোট ৮ ক্রিকেটারকে দলে নিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দেড় কোটি রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা।

দ্বিতীয় সর্বোচ্চ এক কোটি রুপি খরচ করেছে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসার পেছনে। ৯০ লাখ রুপিতে নিয়েছে তামিল নাড়ুর উইকেটরক্ষক ব্যাটার নারায়ন জগদেশানকে। চতুর্থ সর্বোচ্চ ৬০ লাখ রুপি খরচ করেছে পেসার ভৈরব অরোরার পেছনে।

এদিকে, তারা ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে আরেক বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে। লিটন প্রথমবারের মত আইপিএলের কোনো দলে খেলতে যাচ্ছেন।

মানদ্বীপ সিংকেও ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। অন্যদিকে, কুলওয়ান্ত খেজরোলিয়া ও সুইয়াশ শর্মাকে তারা দলে নিয়েছে ২০ লাখ করে মোট ৪০ লাখ রুপিতে। সবমিলিয়ে এবারের আইপিএল নিলামে কলকাতা মোট খরচ করছে ৫ কোটি ৪০ লাখ রুপি।

কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং, নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, ডেভিড ভিসে, কুলওয়ান্ত খেজরোলিয়া, সুইয়াশ শর্মা, মানদীপ সিং, লিটন দাস ও সাকিব আল হাসান।

এনবিএস/ওডে/সি