এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২, ০৮:১২ পিএম
রেললাইনে পড়ে যাওয়া মোবাইল তুলতে গিয়েই বিপত্তি, ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের!
কাজ সেরে বাড়ি ফেরার জন্য মেট্রো ধরতে স্টেশনে এসেছিলেন। কিন্তু সময় পেরিয়ে যেতেও ট্রেন না ঢোকায় নিজের মোবাইল নিয়ে ঘাঁটাঘাটি শুরু করেন। ট্রেন ঢোকার সময় হঠাৎই ওই ব্যক্তির হাত থেকে ফোন পড়ে যায় ট্র্যাকের মধ্যে। সাত-পাঁচ না ভেবে ফোন কুড়িয়ে আনতে লাইনে নেমে পড়েন তিনি। কিন্তু ফোন নিয়ে আর প্ল্যাটফর্মে উঠে আসতে পারেননি। দ্রুত গতিতে আসা ট্রেনের ধাক্কায় প্রাণ (US Man Death) হারান তিনি।
ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউইয়র্কের কুইন্স স্টেশনে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি যখন ঘটে তখন রাত সাড়ে ১১টা। ৪৬ বছরের এই ব্যক্তি কাজ থেকে বাড়ি ফিরছিলেন রাতে। সেই সময়ই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
কুইন্স স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় হাত থেকে পড়ে যাওয়া ফোন তুলতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। সেইসময় একটি দ্রুতগামী ট্রেন যাচ্ছিল ওই স্টেশনের ওপর দিয়েই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। যদিও এখনও ওই ব্যক্তির কোনও পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ মৃত ব্যক্তির পরিবারের খোঁজ চালাচ্ছে।
অন্যদিকে ব্রুকলিনের এমনই এক যাত্রী মৃত্যুর ঘটনা ঘটেছে। ট্রেনের কামরার মধ্যে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এছাড়াও দিন কয়েক আগেই এই নিউ ইয়র্কেই ২২ বছর এক তরুণীর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে