ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

 জগদ্দলে শিলনোড়া দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে খুন! তারপর আত্মঘাতী স্বামীও


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

 জগদ্দলে শিলনোড়া দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে খুন! তারপর আত্মঘাতী স্বামীও

 জগদ্দলে শিলনোড়া দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে খুন! তারপর আত্মঘাতী স্বামীও

 জগদ্দল (Jagaddal) এলাকায় সাংঘাতিক ঘটনা (Murder)। দাম্পত্য কলহের জেরে স্ত্রীর মাথা থেঁতলে খুন করল স্বামী। তারপর নিজেও আত্মঘাতী হল গলায় ফাঁস দিয়ে। শুক্রবার রাতের এই হাড়হিম করা ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে জগদ্দল (Jagaddal) থানার ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অ্যালায়েন্স জুটমিলের নিউ লাইনে। মৃতরা হলেন রম্ভা চৌহান এবং নির্মলা চৌহান (Murder)। স্থানীয়রা জানিয়েছেন ওই দম্পতির মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। মৃত মহিলা ছিলেন জুটমিলের কর্মী। আর তাঁর স্বামী ভিন রাজ্যে কাপড়ের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় ওই দুজনের মধ্যে কলহ চরমে ওঠে। আশপাশের লোকজনও তা শুনতে পায়। ঝগড়া করতে করতে রাগের মাথায় স্ত্রীর দিকে শিলনোড়া নিয়ে তেড়ে যায় নির্মল। মাথায় শিলনোড়ার বাড়ি মেরে খুন করে স্ত্রীকে।

এরপর নিজে সম্ভবত ভুল বুঝতে পেরেছিল নির্মল। তাই নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

জগদ্দল থানার পুলিশ গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে শুক্রবার রাতে। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২