ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

গির্জায় পুড়ে গেল ১০ বছরের মেয়ে! বাঁচাতে গিয়ে জখম পুলিশও! বড়দিনে বড় বিপদ কসবায়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

গির্জায় পুড়ে গেল ১০ বছরের মেয়ে! বাঁচাতে গিয়ে জখম পুলিশও! বড়দিনে বড় বিপদ কসবায়

গির্জায় পুড়ে গেল ১০ বছরের মেয়ে! বাঁচাতে গিয়ে জখম পুলিশও! বড়দিনে বড় বিপদ কসবায়

 বড়দিনের আনন্দের মাঝে বড় দুর্ঘটনা ঘটে গেল শহরে। রুবির কাছে টেগোর পার্ক এলাকার একটি গির্জায় (Kasba Church) অগ্নিদগ্ধ ১০ বছরের মেয়ে (10 yers Girl)। চার্চের মোমবাতি থেকেই ঘটে এই অগ্নিকাণ্ড (Fire)। মানিকতলা হাসপাতালে ভর্তি করা হয়েছে মেয়েটিকে। তাকে বাঁচাতে গিয়ে পুড়ে যান কসবা থানার এক সাব ইনস্পেক্টরও।
জানা গেছে, গির্জার কাছেই বাড়ি ওই মেয়েটির। ক্রিসমাসের সন্ধেয় সেখানে বেড়াতে গিয়েছিল সে। তখন মোমবাতি জ্বালানো হচ্ছিল যীশুর সামনে। মেয়েটিও সেখানে দাঁড়িয়েছিল, ছবি তুলছিল। আচমকা কেউ কিছু বোঝার আগেই কোনওভাবে মোমবাতি থেকে আগুন ধরে যায় মেয়েটির পোশাকে। 
সবাই চিৎকার করে ওঠেন, ছুটে যান সেখানে উপস্থিত কসবা থানার এক সাব ইনস্পেক্টর। মেয়েটিকে বাঁচাতে এগিয়ে যান তিনি। হাত পুড়ে যায় তাঁরও।  
আগুন নেভার পরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দু’জনকেই। ওই পুলিশকর্মীকে প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়। মেয়েটিকে প্রথমে বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল ও পরে সেখান থেকে মানিকতলা ইএসআই-তে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছে চিকিৎসা।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে