ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ব্রাজিল ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে দুই আর্জেন্টাইন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম

ব্রাজিল ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে দুই আর্জেন্টাইন

 ব্রাজিল ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে দুই আর্জেন্টাইন

 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে আসর থেকে বিদায়ের পর ব্রাজিলের কোচের পদ ছেড়ে দেন তিতে। এই অবস্থায় স্থলাভিষিক্ত খুঁজছে ব্রাজিল। তিতের উত্তরসূরি হিসেবে প্রতিদিনই বড় বড় নাম নিয়ে গুঞ্জন চলছে। সে তালিকায় গার্দিওলা, আনচেলত্তি ও হোসে মরিনহোর পর জিনেদিন জিদানের নামও শোনা যাচ্ছে। তবে এবার বড়সড় একটি বোমা ফাটাল ফরাসি সংবাদমাধ্যম লেকিপে।

বিশ্বকাপ ঘিরে বড় স্বপ্ন দেখেছিল ব্রাজিলিয়ানরা। কিন্তু নেইমার-ক্যাসেমিরো-ভিনিসিয়ুসদের টপ ক্লাস টিম নিয়েও ব্যর্থ কোচ তিতে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে সেলেসাওরা। তিতের কৌশল আর সাবস্টিউট প্ল্যানিং নিয়ে চরম হতাশ দেশের মানুষ।

ব্যর্থতার দায় নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরপরই পদত্যাগ করেন তিতে। সেই থেকেই নতুন কোচের সন্ধানে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা, রিয়াল মাদ্রিদ বস কার্লো অ্যানচেলত্তির পর আরও এক হাইপ্রোফাইল হোসে মরিনহোকে নিয়েও গুঞ্জন চলছে। নেইমার-রিচার্লিসনদের সম্ভাব্য কোচ হিসেবে ওঠে এসেছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য জিনেদিন জিদানের নাম।

লেকিপে জানিয়েছে, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি দলের অন্যতম তারকার নাম নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে ব্রাজিল ফুটবল সংস্থা। সেই সঙ্গে ফরাসি দৈনিকটির দাবি, জিদানের পাশাপাশি ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সিবিএফের বিবেচনায় আছেন দুই আর্জেন্টাইনও। একজন মার্সেলো গালার্দো, অপরজন মরিসিও পচেত্তিনো। দুজনই এই মুহূর্তে চাকরিহীন। ব্রাজিল ফেডারেশনও নাকি এমন কাউকে খুঁজছে, যিনি এই মুহূর্তে দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত আছেন।

গুঞ্জনটি সত্যি হোক কিংবা স্রেফ গুজব-এরই মধ্যে ফুটবল দুনিয়ায় বেশ চাঞ্চল্য ফেলে দিয়েছে এ খবর। তবে কি শেষ পর্যন্ত ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন চিরশত্রু আর্জেন্টিনার কেউ।

এনবিএস/ওডে/সি