ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Logo
logo

করোনায় তছনছ চিনের অর্থনীতি, বিদেশি যাত্রীদের জন্য কড়া নিয়ম শিথিল করছে বেজিং


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

করোনায় তছনছ চিনের অর্থনীতি, বিদেশি যাত্রীদের জন্য কড়া নিয়ম শিথিল করছে বেজিং

করোনায় তছনছ চিনের অর্থনীতি, বিদেশি যাত্রীদের জন্য কড়া নিয়ম শিথিল করছে বেজিং

 করোনায় প্রতিদিন কত আক্রান্ত হচ্ছে তার পরিসংখ্য়াণ জানানো হবে না বলেই স্পষ্ট করেছে বেজিং। দেশজুড়ে (China) সংক্রমণের বিস্ফোরণ শুরু হয়েছে। এদিকে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে মুখে কুলুপ এঁটেছে শি জিনপিং সরকার। দেখানো হচ্ছে, সবটাই সাধারণ ফুসফুসের সংক্রমণ। তাই কোভিড (Covid) বিধিতেও নিয়মের রাশ আলগা হয়েছে। আন্তর্জাতিক উড়ানে আগত যাত্রীদেরও কোনও নিয়ম মানতে হবে না। সেখানেও ছাড় দিয়েছে চিনা সরকার।
এতদিন নিয়ম ছিল বাইরের দেশ থেকে চিনে ঢুকলে কোভিড টেস্টের পরে পাঁচদিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে যেতে হবে। সেক্ষেত্রে সরকারি কিছু হোম ও আইসোলেশন সেন্টারে যাত্রীদের রাখার ব্য়বস্থা হয়েছিল। চিনা সরকার জিরো কোভিড নীতি নেওয়ার পরে এই ব্যবস্থা চালু করে। কিন্তু এখন সে নিয়ম তুলে নেওয়ার পরেই করোনা বাঁধভাঙা বন্যার মতো ছড়িয়ে পড়েছে চিনে। কিন্তু তার মধ্যেও নিয়ম কড়া করতে রাজি নয় সরকার। বেজিং জানিয়েছে, করোনায় চিনের অর্থনীতি বিপর্যস্ত। এই সময় আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দিলে ব্যবসাবাণিজ্য সব শিকেয় উঠবে। 
করোনার সেকেন্ড বুস্টার দেওয়ার শুরু হোক, স্বাস্থ্যমন্ত্রীকে পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের
৮ জানুয়ারি থেকে নিয়মের রাশ আলগা হবে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, আন্তর্জাতিক উড়ানে আগত যাত্রীদের শুধু ৪৮ ঘণ্টার মধ্যে করোনা আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। তাছাড়া কোয়ারেন্টাইনে যাওয়ার দরকার নেই। 
 কোভিড ঘিরে গত ৩ বছরে চিনে একাধিক কঠোর নীতি নেওয়া হয়েছিল। তবে সদ্য সেই নীতিতে শিথিলতা দেখা যায়। কোভিডের জেরে আন্তর্জাতিক যাত্রীদের নিয়েও একাধিক পদক্ষেপ দেখা যায়। তবে এবার চিনগামী কোনও যাত্রীকেই আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না, এই বিধি আনতে চলেছে বেজিং। চিন জুড়ে বেড়ে যাওয়া কোভিডের মাঝে এই নীতি কতটা কার্যকরী তা নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে