ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Logo
logo

আফগান মহিলাদের চাকরি-শিক্ষায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, তালিবানকে বলল রাষ্ট্রপুঞ্জ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

আফগান মহিলাদের চাকরি-শিক্ষায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, তালিবানকে বলল রাষ্ট্রপুঞ্জ

আফগান মহিলাদের চাকরি-শিক্ষায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, তালিবানকে বলল রাষ্ট্রপুঞ্জ


বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশ অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ ঘোষণার পর উত্তাল আফগানিস্তান (Afghanistan)। তালিবান (Taliban) সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছেন মহিলারা। এদিকে শুধু শিক্ষা নয়, মহিলাদের যে কোনও স্বেচ্ছাসেবী সংগঠনে (NGO) চাকরি করাতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই নয়ের শতকের তালিবানি শাসনের বীভৎসতা ফিরে আসছে আফগানিস্তানে। এরই প্রতিবাদ করেছে রাষ্ট্রপুঞ্জ। 
মেয়েদের জন্য আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ের দরজা আগেই বন্ধ হয়েছিল। এ বার সে দেশের সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলিতে মহিলা কর্মীদের কাজে আসতে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিল তালিবান। স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে তালিবানের নির্দেশ, মহিলা কর্মীদের কাজ করতে দেওয়া যাবে না। রীতিমতো চিঠি দিয়ে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে কড়া নির্দেশ পাঠিয়েছে তালিব সরকার। সেই চিঠিতে সরকারি তরফে দাবি করা হয়েছে, ইসলামি প্রথা মেনে পোশাক পরেন না অনেকে। তাছাড়া নিয়মকানুনও মানা হয় না সংস্থাগুলিতে। তালিব সরকারের নির্দেশ জারির পর থেকেই তুমুল বিক্ষোভ শুরু হয়েছে দেশে। 
করোনা বিপজ্জনক হয়ে ওঠার আগেই সতর্কতা, রাজ্যে রাজ্যে শুরু হল ‘মক ড্রিল’
আফগান সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দায় সরব হয়েছে আন্তর্জাতিক মহল। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, মেয়েদের শিক্ষা ও চাকরির অধিকার কেড়ে নিতে পারে না সরকার। তাছাড়া আফগানিস্তানের মতো দেশের যা পরিস্থিতি সেখানে লক্ষ লক্ষ দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। সেখানে মহিলাদেরও দরকার। তালিব সরকার অযথা বাধা তৈরি করার চেষ্টা করছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।


খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে