ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Logo
logo

চিনে মৃত্যু মিছিল, শ্মশানগুলির বাইরে লম্বা লাইন! করোনায় উদ্বেগ বাড়ছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

চিনে মৃত্যু মিছিল, শ্মশানগুলির বাইরে লম্বা লাইন! করোনায় উদ্বেগ বাড়ছে

চিনে মৃত্যু মিছিল, শ্মশানগুলির বাইরে লম্বা লাইন! করোনায় উদ্বেগ বাড়ছে

 করোনার নতুন ঢেউতে তছনছ হয়ে যাচ্ছে ভারতের পড়শি দেশ চিন (Covid-19 explosion in China)। দিনে দিনে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। দৈনিক সংক্রমণের হার লাখ পেরিয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও! হাসপাতাল ও মর্গগুলোর অবস্থাও শোচনীয়। তিল ধারণের জায়গা নেই কোথাও। এমনকী শ্মশানের বাইরে পড়ছে লম্বা লাইন।
সম্প্রতি চিনের হাসপাতাল, মর্গ ও শ্মশানের এমন হৃদয় বিদারক দৃশ্যের ছবি ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। প্রিয়জনকে বাঁচানোর আর্তি, হারানোর কান্না যেন ঘুরছে চিনের আকাশে বাতাসে। শোকে পাথর হয়েও শ্মশানের বাইরে দাঁড়িয়ে থাকছেন কোভিডে মৃত ব্যক্তিদের পরিবার পরিজনেরা।
চিনের (China) এই করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে গোটা দুনিয়ায়। বিশেষত ভারতের মতো পড়শি দেশদের কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭। চিকিৎসক-বিশেষজ্ঞরাও সতর্ক করছেন বারেবারে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, চিনের হাসপাতালগুলিতে রোগীদের ভিড় উপচে পড়ছে। যে হাসপাতালে ৫০০ জন রোগীর চিকিৎসা সম্ভব সেখানে তিন হাজার রোগীর চিকিৎসা চলছে। সেইসঙ্গে ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর জোগানের ক্ষেত্রেও টান পড়েছে বলে খবর।
হাসপাতালের মর্গগুলোতেও থিকথিক করছে দেহ। শ্মশানগুলির অবস্থাও একই। গত কয়েকদিন ধরেই শি জিনপিংয়ের প্রশাসনিক গাফিলতি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা হচ্ছে। এমন পরিস্থিতি সোমবার অবশেষে এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন দেশের প্রেসিডেন্ট শি জিনপিং। মানুষকে বাঁচানোর জন্য প্রশাসনকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি 


খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে