ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রিয়ঙ্কাও হাঁটবেন ভারতজুড়ে, রাহুলের যাত্রা শেষ হলেই বোন বেরোবেন নতুন মিছিলে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

প্রিয়ঙ্কাও হাঁটবেন ভারতজুড়ে, রাহুলের যাত্রা শেষ হলেই বোন বেরোবেন নতুন মিছিলে

প্রিয়ঙ্কাও হাঁটবেন ভারতজুড়ে, রাহুলের যাত্রা শেষ হলেই বোন বেরোবেন নতুন মিছিলে


রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারতজোড়ো যাত্রা যে পথ দিয়ে এগিয়েছে, সেখানেই সারা ফেলেছে। অনেকেই মনে করেছেন, রাহুলের এই কর্মসূচি দলীয় রাজনীতির চেয়ে অনেক উঁচুতে। যা আসলে ভারতের প্রকৃত ধারণা রক্ষার লক্ষ্যে। তাই পা মিলিয়েছেন গৌরী লঙ্কেশের মা-বোন, রোহিত ভেমুলার মা-সহ অনেকেই। কংগ্রেস সূত্রে জানা গেল, রাহুলের এই কর্মসূচি শেষ হওয়ার পরেই প্রিয়ঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) নেতৃত্বে পৃথক কর্মসূচিতে ঝাঁপাচ্ছে সাবেক দল। 
জানা গিয়েছে, সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘হাত সে হাত জোড়ো।’ অর্থাৎ হাতে হাত রাখো। মূলত বিভেদের বিরুদ্ধে মহিলাদের সংগঠিত করতে এই কর্মসূচিতে নামছেন প্রিয়ঙ্কা।
কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, ভারতজোড়ো যাত্রা শেষ হওয়ার পর দু’মাস ব্যাপী এই কর্মসূচি চলবে। গোটা দেশে যাবেন প্রিয়ঙ্কা। এখনও পর্যন্ত এই কর্মসূচি নিয়ে কংগ্রেসের যা পরিকল্পনা তা হল, সমস্ত রাজ্যের রাজধানীতে পদযাত্রা করবেন প্রিয়ঙ্কা। 
এর আগে উত্তরপ্রদেশের ভোটেও প্রিয়ঙ্কা স্লোগান দিয়েছিলেন, ‘লড়কি হুঁ, লড় সকতি হুঁ।’ দলের তরফে পূর্ব উত্তরপ্রদেশের ভোটের দায়িত্বে ছিলেন প্রিয়ঙ্কা। যদিও যোগী রাজ্যে কংগ্রেসের সেসব স্লোগান কোনও অভিঘাত তৈরি করতে পারেনি।
পর্যবেক্ষকদের মতে, প্রিয়ঙ্কা তথা কংগ্রেস এটাও হয়তো তুলে ধরতে চাইছে, কোথাও ভোটে হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয়। বরং মৌলিক বিষয়গুলিকে আরও বেশি বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়াই অন্যতম কাজ। 

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে