এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম
ওড়িশার হোটেলে রুশ রাজনীতিক ও সঙ্গীর মৃত্যু, পুতিনের হাত?
ওড়িশায় কয়েক দিনের ব্যবধানে মৃত্যু হল দুই রুশ নাগরিকের। ভারতে ঘুরতে এসে একই হোটেলে উঠেছিলেন তাঁরা। রবিবার হোটেলের ৪ তলা থেকে পড়ে মৃত্যু হয় পাভেল আন্থভের (Pavel Antov)। বৃহস্পতিবার হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ভ্লাদিমির বিদেনভকে (Vladimir Bidenov)। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। প্রশ্ন উঠছে, পর পর দুই রুশ নাগরিকের মৃত্যুর কারণ নিয়ে। উল্লেখ্য, পাভেল ছিলেন প্রেসিডেন্ট পুতিনের (Vladimir Putin) ঘোর সমালোচক। প্রকাশ্যে ইউক্রেন যুদ্ধের (Ukraine-Russia War) বিরোধিতা করেন। সেই জন্যই কি মরতে হল?
নিজের ৬৫তম জন্মদিন উপলক্ষে রাশিয়া থেকে ভারতে ঘুরতে এসেছিলেন পাভেল আন্থভ। সঙ্গে ছিলেন আরও ৩ জন। গত কয়েকদিন তাঁরা ওড়িশার রায়গড় জেলার একটি হোটেলে ছিলেন। বৃহস্পতিবার ওই হোটেলের ঘরেই অচৈতন্য অবস্থায় পড়েছিলেন ভ্লাদিমির বিদেনভ। হোটেল কর্মীরা রুশ পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিল বিদেনভের মৃত্যু হয়েছে। তাঁর ঘর থেকে প্রচুর পরিমাণে মদের বোতল উদ্ধার হয়েছিল। সেই সূত্রে ধারণা করা হচ্ছে, পাভেল আন্থভের হয়তো বা বিদেশে সফরে সঙ্গীর আচমকা মৃত্যুতে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কূট প্রশ্নও উঠছে।
রাশিয়ার অন্যতম ধনী জনপ্রতিনিধি ছিলেন পাভেল। পুতিনের দলের লোক হয়েও প্রেসিডেন্টের ঘোর সমালোচকও ছিলেন। ইউক্রেনে রুশ হামলা নিয়ে পুতিনের সমালোচনা শোনা গিয়েছিল পাভেলের মুখে। চলতি বছরের জুন মাসে ইউক্রেনে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “ইউক্রেনে যা হচ্ছে, তাকে সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু বলা যায় না।” দলীয় নেতার এমন মন্তব্যে ব্যাপক বিতর্ক হয়। স্বভাবতই যুদ্ধ নিয়ে এমন মন্তব্য পছন্দ হয়নি পুতিনের। এখন প্রশ্ন উঠছে, পুতিন বিরোধিতা করাতেই কি মরতে হল রুশ রাজনীতিককে?
যদিও আত্মহত্যা ছাড়াও অসাবধানতায় পাভেল ৪ তলা থেকে পড়ে গিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত পাভেল আন্তভ ও ভ্লাদিমির বিদেনভের অন্য দুই সফরসঙ্গীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংবাদ প্রতিদিন /এনবিএস/২০২২/একে