ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

দেখে নিন বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সময়সূচী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২২, ০১:১২ এএম

দেখে নিন বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সময়সূচী

 দেখে নিন বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সময়সূচী

আগামী বছরের মার্চ মাসে তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড।  পহেলা মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ইংল্যান্ড-বাংলাদেশে সিরিজ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এই সফরের সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০১৬ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ আসছে ইংল্যান্ড। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে।

পহেলা মার্চ মিরপুরে প্রথম ওয়ানডে। তৃতীয় ও শেষ ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ মার্চ। চট্টগ্রামেই ৯ মার্চ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ফিরবে ঢাকায়। ওয়ানডে সিরিজের আগে ইংল্যান্ড দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলেও জানিয়েছে ইসিবি।

এনবিএস/ওডে/সি