এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২২, ০৮:১২ পিএম
রাজনীতির উত্তাপ বছরভর থেকেছে গোটা দেশে, জেনে নিন কোন নেতারা থাকলেন খবরের শিরোনামে
দেখতে দেখতে শেষ হতে চলেছে ১ টা বছর। গোটা বছরটাই ছিল রাজনৈতিক টানাপোড়েনে ভরা। একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। রাজনৈতিক উত্থান পতন। করোনা ছাড়া রাজনৈতিক কারণ বেশি থেকে খবরের শিরোনামে। একাধিক নেতা বারবার উঠে এসেছেন খবরের শিরোনামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে যোগী আদিত্যনাথ, অরবিন্দ কেজরিওয়াল যেই হোন না কেন, বছর ভর খবরের শিরোনামে থাকতে দেখা গিয়েছে এই ১০ রাজনৈতিক নেতাকে।
২০১৪ সালে দিল্লির মসনতে বসার পর থেকেই ভারতের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিকের তালিকায় শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই যে মোদী ম্যাজিক শুরু হয়েছে তা এবছরও জারি থেকেছে। এই মোদী ম্যাজিকে ভর করেই এবারও বিজেপি একাদিক রাজ্যে বিধানসভা ভোটে জিতেছে। উত্তর প্রদেশ, গুজরত, গোটা, উত্তরাখণ্ডস, অসম। সর্বত্র কাজ করছে মোদী ম্যাজিক। এমনকী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেও আন্তর্জাতিক ক্ষেত্রে মোদীর গুরুত্ব ছিল চোখে পড়ার মত। ইউক্রেন সরকার মোদীর মাধ্যমে রাশিয়ার কাছে যুদ্ধের বিরতি টানার আর্জি জানিয়েছে। মোদী নিজে সরাসরি কথা বলেছেন রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেই। সেই সঙ্গে আবার আমেরিকার সঙ্গেও মোদীর ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। খুব সাম্প্রতিক কালে আবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের কল্যাণে নতুন করে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক মজবুত হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপির জনপ্রিয় নেতাদের তালিকায় আরেকজন। এই নিেয় দ্বিতীয়বার উত্তর প্রদেশ শাসন করছেন তিনি। ২০১৭-র পর ২০২২ সালে দ্বিতীয়বার তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেছেন। তার সুবাদের ভারতের উন্নত অর্থনীতির রাজ্যগুলির তালিকায় জায়গা করে নিয়েছে উত্তর প্রদেশ। এখন মহারাষ্ট্র তামিলনাড়ুর পরেই রয়েছে উত্তর প্রদেশ। অত্যাধুনিক পরিষেবায় সেজে উঠেছে উত্তর প্রদেশের একাধিক রাজ্য। তৈরি হয়েছে নতুন আন্তর্জাতিক বিমান বন্দর, এক্সপ্রেসওয়ে।
মাত্র কয়েক বছরেই ভারতের রাজনীতির মানচিত্রে জায়গা করে নিয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তার দৌলতেই দিল্লির পর এবার পাঞ্চাবে সরকার গড়েছে আম আদমি পার্টি। সম্প্রতি দিল্লিতে পুরসভা ভোটও জিতেছে আম আদমি পার্টি। গুজরাতে বিধানসভা ভোটে বিজেপিকে কড়া টক্কর দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। এদিকে আবার আম আদমি পার্টির একাধিক নেতার বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। দিল্লি সরকারের সঙ্গে লেফটেন্যান্ট গভর্নরের বিরোধ বারবার খবরের শিরোনামে রেখেছে কেজরিওয়ালকে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা অশোক গেহলট। গান্ধী পরিবারের অনুগত নেতা অশোক গেহলটকে নিয়ে রাজস্থানের রাজনৈতিক মহল সরগরম। সচিন পাইলটের সঙ্গে তাঁর বিরোধ প্রকাশ্যে আসতেই খবররে শিরোনামে এসেছেন তিনি। সোনিয়া গান্ধী প্রথমে তাঁকেই সভাপতি পদে নির্বাচিত করতে চেয়েছিলেন। কিন্তু তিনি সভাপতি হলে সচিন পাইলটকে রাজস্থানে মুখ্যমন্ত্রী করা হতে পারে আশঙ্কায় তুমুল বিরোধিতা শুরু হয়েছিল তার পরেই অশোক গেহলটকে সভাপতি পদের দৌড় থেকে সরিয়ে দেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। কয়েকদিন আগে আবার সচিন পাইলটকে গদ্দার বলে ফের রাজনীতি অলিন্দে দৃষ্টি আকর্ষণ করেছিলেন অশোক গেহলট।
খবর দ্য ওয়ান ইন্ডিয়া/এনবিএস/২০২২/একে