এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২২, ০৮:১২ পিএম
ক্রিকেটার পন্থের উদ্ধারকারীরা পেলেন বিশেষ সম্মাননা
ক্রিকেটার পন্থকে সাহায্য করেছিলেন বাসচালক সুশীল মান। তিনি গাড়ি থেকে পন্থকে বাহির করে নিয়ে আসেন এবং সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন। ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছিলেন কিছু বন্ধু। তাদের সাহায্য না পেলে হয়তো পন্থকে বাঁচানো কঠিন হত চিকিৎসকদের পক্ষে। সেই সব মানুষকে সম্মান জানাবে কেন্দ্রীয় সরকার। এমনটাই জানালেন উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার।
বাসচালক সুশীল কুমার এবং তার সহকারী পরমজীতকে সম্মাননা জানিয়েছে হরিয়ানা সড়ক বিভাগ। রাজ্য সরকারও তাদের সম্মাননা দেবে। পিটিআইর খবর, এই দুজনকে প্রশংসাপত্র ও শিল্ড তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে দিল্লি থেকে উত্তরখন্ডের বাড়িতে ফেরার পথে রুরকি নামক জায়গায় সড়ক বিভাজনে ধাক্কা খায় পান্তের গাড়ি। কয়েকবার উল্টে লেগে যায় আগুন। ভোর সাড়ে ৫টার দিকে তখন ওই পথে যাচ্ছিল এক বাস। দুর্ঘটনা দেখে বাস চালক গাড়ি থামিয়ে ছুটে যান উদ্ধারে।
অবাক করা বিষয় হলো ক্রিকেট খেলার প্রতি আগ্রহ না থাকায় তিনি পন্থকে চিনতেই না। তবে একজন মানুষ আক্রান্ত হয়েছে, এই কথা ভেবেই চালান উদ্ধার তৎপরতা। সুশীলের বাসে থাকা যাত্রীরা এসে চিনতে পারেন পান্তকে। গাড়ির গ্লাস ভেঙে বের করে হয় ভারতের কিপার ব্যাটারকে। বাস চালক ডেকে আনেন অ্যাম্বুলেন্স।
হরিদ্বার থেকে পানিপথে যাচ্ছিল সুশীলের বাস। রুরকির কাছে গিয়ে তারা দেখতে পান পান্তের বেপরোয়া অবস্থা। গণমাধ্যমকে সুশীল বর্ণনা করেছেন ঘটনা, 'আমরা হরিদ্বার থেকে যাচ্ছিলাম, তিনি দিল্লি থেকে এদিকে আসছিলেন। আমাদের বাস চলছিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিতে। হঠাৎ দেখতে পাই একটি গাড়ি বেপরোয়াভাবে এলোপাথাড়ি ছুটে আসছে।
টের পাচ্ছিলাম খারাপ কিছু ঘটবে, ১০ সেকেন্ডের মধ্যে তা সড়ক বিভাজকে ধাক্কা লেগে উলটে যায়। বাস থামিয়ে দেখিয়ে গাড়িটিতে আগুন লেগেছে, তখন দৌড়ে ছুটে যাই।
এনবিএস/ওডে/সি