ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

নতুন বছরেই বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারা! জোর জল্পনা বলিউডে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

নতুন বছরেই বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারা! জোর জল্পনা বলিউডে

নতুন বছরেই বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারা! জোর জল্পনা বলিউডে


 বলিউডে (Bollywood) কি আবার বিয়ের সানাই বাজার প্রস্তুতি শুরু হল? বি টাউনে গুঞ্জন, খুব শিগগিরই সাত পাকে বাঁধা (Married) পড়তে চলেছেন ‘শেরশাহ’ জুটি সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। যদিও এই বিষয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। সূত্রের খবর, আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে চার হাত এক হতে চলেছে।
এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। জানা গেছে, রাজস্থানের কোনও প্যালেসে তাঁরা বিয়ে করবেন। যা শোনার পর ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ের কথা মনে পড়বে অনেকেরই। এখনও পর্যন্ত যা খবর, রাজস্থানের জয়সালমের প্যালেস হোটেলে বসবে ‘সিয়ারা‘র বিয়ের আসর।
জানা গেছে, ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি, গায়ে হলুদ, সঙ্গীত-সহ যাবতীয় বিয়ের আচার অনুষ্ঠান পালনের পর ৬ ফেব্রুয়ারি সম্পন্ন হবে বিয়ে। রাজস্থানের প্যালেসে কড়া নিরাপত্তার ঘেরাটোপেই সাতপাক ঘুরবেন তাঁরা। 
উল্লেখ্য, কার্গিল ওয়ার হিরো ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অবলম্বনে বানানো সিনেমা ‘শেরশাহ’-তে একসঙ্গে কাজের সুবাদে প্রথম আলাপ হয়েছিল সিদ্ধার্থ-কিয়ারার। সেখান থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব, যা শেষ অবধি প্রেমে গড়ায়। আপাতত তাঁদের বিয়ের প্রতীক্ষাতেই দিন গোনা শুরু করেছেন অনুরাগীরা।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/কে