ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১
Logo
logo

উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের চেষ্টা করলে কিমের শাসনের অবসান ঘটবে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৩, ০৭:০১ পিএম

উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের চেষ্টা করলে কিমের শাসনের অবসান ঘটবে

 

উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের চেষ্টা করলে কিমের শাসনের অবসান ঘটবে
দক্ষিণ কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, উত্তর কোরিয়া যদি কোনো রকমে সিউলের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের চেষ্টা করে তাহলে কিম জং উনের শাসনের অবসান ঘটবে।

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার হামলা মোকাবেলার লক্ষ্যে পরমাণু অস্ত্র উৎপাদন জোরদার করার জন্য উত্তর কোরিয়ার নেতা দেশটির বিজ্ঞানী ও সেনা কর্মকর্তাদের নির্দেশ দেয়ার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করল দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেছেন, "আমরা কঠোরভাবে সতর্ক করছি যে, উত্তর কোরিয়া যদি পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো রকমের চেষ্টা করে তাহলে তা কিম জং উন সরকারের পতন ঘটবে।"
বার্তায় আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের জবাব দেবে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার এই হুমকি এবং উসকানি বন্ধ করতে দক্ষিণ কোরিয়া যুদ্ধ শুরু করতেও দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বার্তায়।
এর আগে আজ দিনের শুরুর দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার হামলা মোকাবেলার জন্য দেশের পরমাণু বিজ্ঞানী ও সেনা বিশেষজ্ঞদের পরমাণু অস্ত্র উৎপাদন জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন জোরদার করতে হবে।
খরব পার্সটুডে/এনবিএস/২০২২/একে