ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১
Logo
logo

ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান বর্জন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৩, ০৭:০১ পিএম

ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান বর্জন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান বর্জন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠান বর্জন করে তিনি আমেরিকার ফ্লোরিডায় চলে গেছেন। আজই (রোববার) দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত লুলা ডি সিলভার ক্ষমতা গ্রহণের কথা রয়েছে।

ডি সিলভা গত অক্টোবরের প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বলসোনারোকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
নির্বাচনে হেরে বলসোনারো ফলাফল মেনে নিতে প্রথমে অস্বীকার করলেও পরে তা মেনে নেন তবে লুলা ডি সিলভার আজকের শপথ অনুষ্ঠান তিনি বর্জন করলেন।

গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে, শনিবার সকালের দিকে তিনি ব্রাজিলের এয়ার ফোর্স বিমানে করে ফ্লোরিডার অরল্যান্ডোতে পৌঁছান। দেশ ছাড়ার আগে তিনি সমর্থকদের উদ্দেশ্যে একটি দুঃখ ভারাক্রান্ত বার্তা দিয়েছেন যাতে তিনি বলেছেন, যে নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন তা ছিল অস্বচ্ছ। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, লুলা ডি সিলভার অভিষেক অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন না।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যামিলটন মোরাও জানিয়েছেন, বলসোনারো যদি ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত না থাকেন তাহলে তিনিও ডি সিলভাকে উত্তরীয় প্রদান করবেন না।
খরব পার্সটুডে/এনবিএস/২০২২/একে