ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 নারী বিশ্বকাপ ক্রিকেটে ময়মনসিংহের সুমাইয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৩, ০৮:০১ পিএম

 নারী বিশ্বকাপ ক্রিকেটে ময়মনসিংহের  সুমাইয়া

 নারী বিশ্বকাপ ক্রিকেটে ময়মনসিংহের  সুমাইয়া

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন সুমাইয়া আক্তার । বিসিবি ঘোষিত টি-২০ বিশ্বকাপের ১৫ সদস্যের মধ্যে সুমাইয়া স্থান পেয়েছেন।  

সুমাইয়া আক্তারের বাড়ি  ময়মনসিংহের সদর উপজেলার ব্রহ্মপুত্র নদঘেঁণা চর ইশ্বরদিয়াসহ গোটা চরাঞ্চলে  বইছে আনন্দের বন্যা। সুমাইয়া আক্তার ওই গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলামের মেয়ে। মা শাহানাজ পারভীন গৃহিণী।

বিশ্বকাপের স্কোয়াডে স্থান করে নেওয়ায় খুশি তার মা, আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী।  দল ঘোষণা হওয়ার পর থেকেই অনেকে মিষ্টি নিয়ে আসছেন সুমাইদের বাড়িতে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানানো হচ্ছে।

ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ছিলো ব্যাপক আগ্রহ। বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার মধ্যে মা-বাবাও মেয়ের ইচ্ছে পূরণে অটুট ছিলেন।  ময়মনসিংহের ক্রিকেট কোচ: সুমন্ত দের নিউ জেনারেশন ক্রিকেট একাডেমিতে  ক্রিকেটের হাতেখড়ি সুমাইয়ার ।

২০১৭ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি) আয়োজিত তৃণমূল পর্যায়ে নারী ক্রিকেটার অন্বেষণে নির্বাচিত হন । ওই  বছর সারা থেকে ১৫ জন নারী খেলোয়াড় বাছাই করা হয় ।  পরবর্তীতে দু'দফা ক্রিকেটের ওপর মাঠ পর্যায়ে প্রশিক্ষণের পর ঐ প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি  হওয়ার সুযোগ দেয়া হয়।

রোববার (১ জানুয়ারি)  জোহানেসবার্গের উদ্দেশ্যে দেশ ছেড়েছে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ১৪ জানুয়ারি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এনবিএস/ওডে/সি