ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১
Logo
logo

আমি একটি বিধ্বস্ত দেশ পেয়েছি যার সম্পদ সরকার খেয়ে ফেলেছে 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৩, ১২:০১ এএম

আমি একটি বিধ্বস্ত দেশ পেয়েছি যার সম্পদ সরকার খেয়ে ফেলেছে 

আমি একটি বিধ্বস্ত দেশ পেয়েছি যার সম্পদ সরকার খেয়ে ফেলেছে 

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, তিনি একটি বিধ্বস্ত দেশ পেয়েছেন যার সম্পদ সাবেক সরকার একেবারে খেয়ে ফেলেছে। এছাড়া সাবেক বলসোনারো সরকার দেশের মানবাধিকারও লংঘন করেছে ব্যাপকভাবে।

গতকাল রোববার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে কংগ্রেসে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি ডি সিলভা। শপথ গ্রহণের পর বামপন্থি এ নেতা বলেন, ব্রাজিলকে তিনি ‘নতুন করে গড়ে তুলবেন’, লড়বেন পরিবেশ আর দরিদ্রদের জন্য।
এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন ৭৭ বছর বয়সী লুলা। কংগ্রেসের সামনে শপথ গ্রহণের পর তিনি বলেন, ব্রাজিলের পড়তির দিকে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করবে তার সরকার। একইসঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান খাতে অর্থায়নের যে ঘাটতি আছে তা পূরণে চেষ্টা করা হবে। ব্যক্তিগত লাভের জন্য দেশের সম্পদ লুণ্ঠন বন্ধ করা হবে।
রোববার প্রেসিডেন্ট লুলা আরো যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে রয়েছে, ব্রাজিলের দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন, জাতিগত ও লিঙ্গসমতা আনা এবং আমাজন বন ধ্বংস শূন্যের কোঠায় নামানো। তিনি বলেন, ব্রাজিলের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে নতুন করে গড়তে চান।
এদিকে, গতকাল নতুন প্রেসিডেন্ট হিসেবে লুলা ডি সিলভা শপথ নিলেও সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো তাতে উপস্থিত ছিলেন না। শপথ অনুষ্ঠান বর্জনের জন্য তিনি শনিবার আমেরিকার ফ্লোরিডাতে চলে যান।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে