ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

 তুমি কখনোই আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না: রাজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ পিএম

 তুমি কখনোই আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না: রাজ

 তুমি কখনোই আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না: রাজ

গত কয়েকদিন ধরে রাজ ও পরীমণি তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে শিরোনামের শীর্ষে। একের পর এক স্ট্যাটাস দিয়ে তারা তাদের মত ব্যক্ত করছেন। এই নিয়ে তোলপাড় নেটদুনিয়া। এর মাঝেই শরিফুল রাজ তার ছেলে রাজ্যকে আবেঘন একটি বার্তা দিলেন।

রাজ সেখানে বলেন, প্রিয় ছেলে আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়ও তোমার দুর্দান্ত কাটুক। আগামী বছরগুলোয় সুস্বাস্থ্য কামনা করছি তোমার।

একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে আবেগাপ্লুত রাজ আরও বলেন, তোমার জন্য আমার হৃদয় সবসময় ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় ও শক্তিশালী হওনা কেন! তুমি কখনোই আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না। হ্যাপি নিউ নিয়ার।

রাজ-পরীর সাংসারিক সংকট নিয়ে নানা তথ্য সামনে এলেও বিয়েবিচ্ছেদ নিয়ে তেমন কোনো ইঙ্গিত ছিল না। তবে গত ৩০ ডিসেম্বর রাত থেকে রাজ-পরী দম্পতির বিচ্ছেদের কথা ছড়াতে থাকে।

নতুন বছরের প্রথম প্রহরে নিজের ফেসবুক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান নায়িকা পরীমণি। শীগ্রই সংবাদ সম্মেলনে আসার কথাও ঘোষণা দেন; কিন্তু পরে আরেক পোস্টে সংবাদ সম্মেলন করার অবস্থান থেকে সরে আসার কথা জানান পরীমণি।

এনবিএস/ওডে/সি