এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম
বিচ্ছেদের মধ্যেই পরীমণি বললেন, এনজয়
নতুন বছরের প্রথম প্রহরে নিজের ফেসবুক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান নায়িকা পরীমণি।
শীঘ্রই সংবাদ সম্মেলনে আসার কথাও ঘোষণা দেন; কিন্তু পরে আরেক পোস্টে সংবাদ সম্মেলন করার অবস্থান থেকে সরে আসার কথা জানান পরীমণি। পরীমণি সংসার ভাঙার মধ্যেই এবার সুখবর দিলেন তার অভিনীত নতুন সিনেমার একটি গান।
‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি মুক্তি পাওয়ার কথা জানালেন তিনি। সোমবার (২ জানুয়ারি) ব্যক্তিগত ফেসবুকে গানটির একটি পোস্টার শেয়ার করেন পরী। সেখানে ক্যাপশনে লেখেন ‘আসছে।’
এরপর মঙ্গলবার (৩ জানুয়ারি) সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। কথা লিখেছেন গত বছরের প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
এনবিএস/ওডে/সি