ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

পেটের ভেতরে আস্ত টাওয়েল, সেই নিয়েই সেলাই করে দিয়েছেন ডাক্তাররা, হইচই হাসপাতালে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম

পেটের ভেতরে আস্ত টাওয়েল, সেই নিয়েই সেলাই করে দিয়েছেন ডাক্তাররা, হইচই হাসপাতালে

পেটের ভেতরে আস্ত টাওয়েল, সেই নিয়েই সেলাই করে দিয়েছেন ডাক্তাররা, হইচই হাসপাতালে


 অপারেশনের সময় নাকি খেয়ালই করেননি ডাক্তাররা। এমনটাই দাবি তাঁদের। মহিলার পাকস্থলীতে আটকে গিয়েছিল একটা টাওয়েল। সেই সমেতই সেলাই করে দেন ডাক্তারবাবুরা। এই ঘটনা (Medical Negligence) সামনে আসায় হুলস্থুল বেঁধে যায় উত্তরপ্রদেশের একটি হাসপাতালে।
বাঁশখেরি গ্রামের একটি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য গিয়েছিলেন নাজরানা। ডা. মাতলুবের অধীনে তাঁর অপারেশন হয়। নাজরানার স্বামী শামসের আলির অভিযোগ, অপারেশনের সময়েই ওই ডাক্তারের হাত থেকে কোনওভাবে একটি টাওয়েল নাজরানার পেটে ঢুকে যায়। সেটা খেয়াল না করেই সেলাই করে দেন ডাক্তারবাবু। ফলে টাওয়েলটা পাকস্থলীতে গিয়ে আটকে যায়। অসহ্য পেটে যন্ত্রণা শুরু হয় নাজরানার।
পেটে ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে (Medical Negligence) নিয়ে গেলে ডাক্তাররা পাঁচ দিন ভর্তি রাখেন। পরে জানানো হয় ঠান্ডা লাগার কারণে পেটে ব্যথা হচ্ছে। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় নাজরানাকে অন্য একটি হাসপাতালে নিয়ে যান শামসের। সেখানে ডাক্তাররা আলট্রাসোনোগ্রাফি করে দেখেন পেটে কিছু একটা আটকে আছে। অপারেশন করে বের হয় একটা টাওয়েল। 
ভরা সার্কাসে রিং মাস্টারের ঘাড়ে এক লাফ বাঘের! তারপর… দেখুন হাড়হিম করা ভিডিও
ঘটনায় ওই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন মহিলার স্বামী। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন সিএমও। তবে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে