ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঠান্ডায় কাবু দিল্লি, পারদ নামল ৪ ডিগ্রিতে, হার মানল দেরাদুনও


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম

ঠান্ডায় কাবু দিল্লি, পারদ নামল ৪ ডিগ্রিতে, হার মানল দেরাদুনও

ঠান্ডায় কাবু দিল্লি, পারদ নামল ৪ ডিগ্রিতে, হার মানল দেরাদুনও

 ঠান্ডায় কাবু দেশের রাজধানী দিল্লি (Delhi)। উত্তর ভারতে গত কয়েক সপ্তাহ ধরেই জাঁকিয়ে শীত (winter) পড়ছে। তবে দিল্লিতে যে হারে ঠান্ডা পড়ছে, তা বোধহয় বহুদিন দেখা যায়নি। বুধবার সকালেই সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি। আবহাওয়া (weather) দফতর জানিয়েছে, রাজধানীর ঠান্ডার কাছে হার মেনেছে দেরাদুনও (Dehradun)।
জানা গেছে, বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ৪.৪ ডিগ্রি। সেখানে দেরাদুনে আজ ৪.৫ ডিগ্রি, ধরমশালায় ৫.২ ডিগ্রি এবং নৈনিতালে ৬ ডিগ্রি তাপমাত্রা ছিল। এখনও অবধি এই মরশুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা রাজধানীতে।
জানা গেছে, গোটা শহর কুয়াশার চাদরে ঢেকে গেছে। দৃশ্যমানতা কমে হয়েছে ২০০ মিটার। যার ফলে রাজধানীতে গাড়ি এবং ট্রেন চলাচলেও বিঘ্ন হচ্ছে। রেলওয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিল্লিগামী অন্তত ১৯টি ট্রেন দেড় থেকে সাড়ে চার ঘণ্টা বিলম্বিত হয়েছে। 
শুধু তাই নয়, ঘন কুয়াশার জেরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান পরিষেবাতেও বেশ সমস্যা দেখা যাচ্ছে। দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের মির্জাপুর, গাজিপুর, বারাণসী, অযোধ্যা-সহ একাধিক জায়গায় তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 
অন্যদিকে দিল্লির পশ্চিমে পাঞ্জাবেরও একাধিক জেলায় কুয়াশার দাপটে দৃশ্যমানতা শূন্যের নীচে নেমে গেছে। হোসিয়ারপুর, পাতিয়ালা এবং গুরুদাসপুর জেলায় গত দুদিন সূর্যের দেখা পাওয়া যায়নি বলে খবর। সপ্তাহের বাকি দিনগুলিতেও সেখানে তীব্র ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে