এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম
ইহুদিবাদী ইসরাইলের সামরিক দুঃসাহসের জবাব দেয়ার অধিকার রাখে তেহরান
জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য যেকোনো ধরনের সামরিক অভিযান ও দুঃসাহসিকতার জবাব দেয়ার অধিকার রয়েছে এবং একে বৈধ অধিকার বলে মনে করে ইরান।
জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতিকে লেখা চিঠিতে এই কথা বলেছেন আমির সাঈদ ইরাভানি। পরমাণু স্থাপনায় হামলার হুমকিসহ ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণে ইহুদিবাদী ইসরাইলের নানা হুমকির নজির তুলে ধরে ইরানি রাষ্ট্রদূত এসব কথা বলেন।
ইরানের বিরুদ্ধে এ ধরনের সর্বশেষ হুমকির নজির হচ্ছে ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের একটি বক্তব্য যা তিনি গত মাসে দিয়েছেন। সে সময় ইহুদিবাদী মন্ত্রী বলেছিলেন, ইরানে হামলার জন্য ইসরাইলের সামরিক বাহিনী উল্লেখযোগ্যভাবে প্রস্তুতি বাড়িয়েছে এবং ইরানের ওপর হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।
ইসরাইলের এই হুমকির বিষয়ে ইরানি রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ অনুসারে ইসরাইল যে দুঃসাহসিকতা দেখাচ্ছে তা থেকে সৃষ্ট যেকোন হুমকির জবাব দেয়ার এবং জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা করার বৈধ অধিকার রাখে ইরান।
এছাড়া, ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ সম্প্রতি বলেছিলেন, ইহুদিবাদী মন্ত্রিসভা পরমাণু শক্তিধর ইরানকে সহ্য করবে না। এজন্য যা প্রয়োজন ইসরাইল তাই করবে। তার এই বক্তব্যও ইরানের রাষ্ট্রদূত তার চিঠিতে তুলে ধরেন। এ সম্পর্কে তিনি বলেন, ইসরাইলের এই বক্তব্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন।
খবর পার্স/টুডে এনবিএস/২০২৩/একে