ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ইসরাইলের ভবিষ্যত নিয়ে আশাবাদী নয় অর্ধেক তরুণ-তরুণী: জরিপ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ মে, ২০২২, ০৭:০৫ পিএম

ইসরাইলের ভবিষ্যত নিয়ে আশাবাদী নয় অর্ধেক তরুণ-তরুণী: জরিপ

ইসরাইলের ভবিষ্যত নিয়ে আশাবাদী নয় অর্ধেক তরুণ-তরুণী: জরিপ

ইহুদিবাদী ইসরাইলের ভবিষ্যত নিয়ে আশাবাদী নয় অধিকৃত ভখণ্ডে বসবসারত প্রায় অর্ধেক তরুণ-তরুণী। এছাড়া, ইসরাইলের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ ভালো থাকার জন্য ইসরাইল ছেড়ে অন্য কোথাও চাকরির সন্ধান করছে। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

ইসরাইলের ফেনিমা গবেষণাকেন্দ্র জরিপটি পরিচালনা করেছে। ইসরাইলি সমাজের মধ্যকার বিভক্তি কমিয়ে আনার জন্য যে তদন্ত চলছে তার অংশ হিসেবে এই জরিপ পরিচালনা করা হয়। গবেষণাকেন্দ্রটি জরিপ ফলফলকে চিন্তার বিষয় বলে মন্তব্য করেছে। বলা হয়েছে, ইসরাইলের শতকরা ৩৩ ভাগ তরুণ-তরুণী অধিকৃত ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। এই তরুণ-তরুণীর শতকরা ৪৪ ভাগ মনে  করে ইসরাইলে তাদের কোনো ভবিষ্যত নেই।  

জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া, নিরাপত্তা পরিস্থিতি ও সামাজিক বিভাজনের কারণেই মূলত এসব তরুণ-তরুণী অধিকৃত ভূখণ্ড ছেড়ে চলে যেতে চায়। জনমত জরিপের ফলাফলে বলা হচ্ছে- শতকরা ৪০ ভাগ মানুষ জানিয়েছে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে সম্ভাব্য এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা। আর শতকরা ২২ ভাগ জানিয়েছে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা ইসরাইল ছাড়তে চায়। শতকরা ১৮ ভাগ বলছে, সামাজিক বিভাজন হচ্ছে তাদের ইসরাইল ছাড়তে চাওয়ার প্রধান কারণ। এরইমধ্যে বহু লেখক ও গবেষক বলেছেন, ইসরাইল ভেতর থেকে ধসে পড়বে।খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে