এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম
পানশালাতে দিতে হবে নেশার পরীক্ষা, দুর্ঘটনা এড়াতে কড়া নির্দেশ লালবাজারের
নতুন বছর থেকে নয়া নির্দেশিকা জারি করতে চলেছে লালবাজার (Lalbazar)। পালশালায় গিয়ে আকণ্ঠ মদ্যপান করে রাস্তাঘাটে মাতলামি করা বা গাড়ি চালানো যাবে না। তার জন্য নেশার পরীক্ষা (Breath Analyzer) দিতে হবে। সহজ কথায়, পানশালায় গিয়ে কে কতটা মদ্যপান করে মাতাল হচ্ছেন, তার টেস্ট করা হবে। যদিও লালবাজারের এই নির্দেশিকা ঘিরে নানারকম আপত্তি উঠছে, আপত্তি তুলেছেন পানশালার মালিকেরাও। তবে পুলিশের দাবি মত্ত অবস্থায় দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
নেশার পরীক্ষা ব্যাপারটা কী? সূত্রের খবর, এবার থেকে শহরের প্রতি পানশালাতে রাখতে হবে ‘ব্রেথ অ্যানালাইজার’ (Breathalyzer)। পানশালা থেকে বেরনোর সময় সেই ব্রেথ অ্যানালাইজারে ফুঁ দিয়ে পরীক্ষা দিতে হবে মদ্যপায়ীদের। তাতে বোঝা যাবে কতটা মদ্যপান করেছেন সেই ব্যক্তি আর নির্ধারিত মাত্রা অতিক্রম করে গেছেন কিনা। চার চাকার গাড়ি ও বাইক চালিয়ে যাঁরা ফিরবেন, তাঁরা যাতে মাত্রাতিরিক্ত নেশা করে না ফেরেন সেই জন্যই এই নির্দেশিকা চালু হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর।
শহরের পানশালাগুলিতে অবিলম্বে ‘ব্রেথ অ্যানালাইজার’ (Breath Analyzer) রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ গিয়ে পৌঁছেছে শহরের সব পানশালায়। যদিও এই নির্দেশ নিয়ে আপত্তি তুলেছেন পানশালা মালিকরা। তবে এই নির্দেশ দিয়েছেন লালবাজারের যুগ্ম কমিশনার (সদর)। তাঁর নির্দেশে বলা হয়েছে, পানশালা থেকে বেরোনোর সময় এই পরীক্ষা বাধ্যতামূলকভাবে করতে হবে। যদি কারও ব্রেথ অ্যানালাইজারে নেশার মাত্রা অতিরিক্ত ধরা পড়ে তাহলে পানশালা কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা নিতে হবে।
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা করার প্রবণতা বেড়েছে শহরে। সম্প্রতি দিল্লির ঘটনায় টনক নড়েছে প্রশাসনের। স্কুটিতে ধাক্কা মেরে সেই স্কুটির চালক এক তরুণীকে প্রায় ১২ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেছে একটি গাড়ি। সেই গাড়ির চালক ও বাকিরা আকণ্ঠ মদ্যপান করেছিলেন। দিল্লি শুধু নয়, গত কয়েক বছরে রাজ্যে বিভিন্ন জেলায় এই ধরনের দুর্ঘটনা অনেক বেড়েছে। বিশেষ করে বর্ষশেষ, বর্ষবরণ বা যে কোনও উৎসবের সময় মদ খেয়ে গাড়ি বা বাইক চালিয়ে দুর্ঘটনা ঘটানোর খবর প্রায়ই শোনা যায়। পথ দুর্ঘটনা ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা প্রসূত ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিকে বাস্তব রূপ দিতে কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তৎপর হয়েছে পুলিশ। মদ্যপ অবস্থায়ে গাড়ি চালানো নিয়ন্ত্রণ করতে কলকাতা ও শহরতলি এলাকায় ব্রেথ অ্যানালাইজার নিয়ে পরীক্ষাও চালায় পুলিশ।
কলকাতা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পানশালাগুলিতে ব্রেথ অ্যানালাইজার রাখলে পুলিশের কাজ আরও সহজ হবে। প্রত্যেক পানশালাতে যদি এই ব্যবস্থা থাকে তাহলে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা অনেক কমে যাবে।
তবে পানশালার মালিকদের বক্তব্য, এখন রাতে এমনিতেও পানশালাতে প্রচুর ভিড় থাকে। এত মানুষের ব্রেথ অ্যানালাইজার টেস্ট করাটা সহজ নয়। তাছাড়া পানশালাতে এই যন্ত্র দিয়ে পরীক্ষা করলে অনেকক্ষেত্রেই নেশার মাত্রা ছাড়াবে, তখন কী করতে হবে? তাছাড়া মদ্যপদের জনে জনে বাড়ি পৌঁছে দেওয়া তো সম্ভব নয়! তাছাড়া এই বিষয়টা নিয়ে গন্ডগোলও বাঁধতে পারে। তখন পরিস্থিতি কে সামলাবে?
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে