এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৩, ০৬:০১ পিএম
চুক্তির মেয়াদ বাড়লো, ২০২৬ সাল পর্যন্ত ফ্রান্সের কোচ দেশম
ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) প্রধান কোচের পদে দিদিয়ে দেশমের ওপরই আস্থা রেখেছে। ২০২৬ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এক বিবৃতিতে শনিবার বিষয়টি জানায় ।
কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয় ফ্রান্সের সঙ্গে দেশমের আগের চুক্তির মেয়াদ। আসরের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারে ফরাসিরা।
ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফুটবলার দেশম কোচের দায়িত্ব পান ২০১২ সালের জুলাইয়ে। তার কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ সালে উয়েফা নেশন্স লিগে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল তারা।
ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে তিনে আছে ফ্রান্স। ব্রাজিল শীর্ষে ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে দ্বিতীয় স্থানে। ২০২৬ বিশ্বকাপ হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।
এনবিএস/ওডে/সি