ঢাকা, বুধবার, মার্চ ১৯, ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১
Logo
logo

ইরানে পুলিশ বাহিনীর নতুন প্রধান হলেন আহমাদ রেজা রাদান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম

ইরানে পুলিশ বাহিনীর নতুন প্রধান হলেন আহমাদ রেজা রাদান

ইরানে পুলিশ বাহিনীর নতুন প্রধান হলেন আহমাদ রেজা রাদান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এক ডিক্রিতে ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা রাদানকে দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন।

তিনিই দেশের জাতীয় পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করবেন।

সর্বোচ্চ নেতা নিয়োগপত্রে বলেছেন- মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং এরই ধারাবাহিকতায় জননিরাপত্তা ও সর্বসাধারণের স্বস্তি নিশ্চিত করে প্রিয় জনগণের সন্তুষ্টি অর্জন করার জোরালো পরামর্শ থাকছে আমার পক্ষ থেকে।   

একইসঙ্গে তিনি ইরানের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিদায়ী প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারি'র কাজে সন্তোষ প্রকাশ করে তার প্রশংসা করেন।

ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারি'র মেয়াদ শেষ হওয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা রাদানকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
খবর পার্সটুডে / এনবিএস/২০১৩ / একে