ঢাকা, বুধবার, মার্চ ১৯, ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১
Logo
logo

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানাল তেহরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানাল তেহরান

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানাল তেহরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।

মুসলমানদের প্রথম ক্বেবলা মসজিদুল আকসায় একজন ইসরাইলি মন্ত্রীর অনুপ্রবেশের ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করা হয়।ওই বৈঠকে ইসরাইলি রাষ্ট্রদূত বৈঠকের মূল প্রতিপাদ্য এড়িয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেন। তিনি দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।

এ সম্পর্কে ইরানের স্থায়ী প্রতিনিধি তার চিঠিতে বলেন, ইহুদিবাদী ইসরাইলি মন্ত্রী আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে ফিলিস্তিনিদের উস্কানি দিয়েছেন এবং এর ফলে জর্দান নদীর পশ্চিম তীর অশান্ত হয়ে উঠেছে। ইসরাইলি রাষ্ট্রদূত মূলত এই পরিস্থিতিকে আড়াল করতেই ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন।

মঙ্গলবার দখলদার ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করেন। তার এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের প্রতি নজিরবিহীন উসকানি হিসেবে দেখা হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরাইলি মন্ত্রীকে মসজিদ কম্পাউন্ড পরিদর্শন করতে দেখা যায়।
খবর পার্সটুডে / এনবিএস/২০১৩ / একে