এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম
যৌন শিক্ষা দেবেন রাকুল!
সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা নিয়ে এক ধরনের ট্যাবু আছে। অনেক জায়গাতেই বিষয়টা নিয়ে এমন ভাবে কথা বলা হয় যেন এটি কোনও অপরাধ। কিশোর কিশোরীদের মনে বিষয়টা প্রশ্ন উঠলে তার সঠিক উত্তর দেওয়ার বদলে ভুল কিছু বুঝিয়ে দেওয়া হয় আর না হয় পুরো ব্যাপার বাদ দিয়ে দেওয়া হয়। আর এটার কারণেই তাদের মনে বিষয়টা নিয়ে জানার আগ্রহ অনেকটাই বেড়ে যায়। এবার সেটা নিয়ে খোলাখুলি কথা বলতে, শিক্ষা দিতে এবং অবশ্যই ট্যাবু ভাঙতে আসছেন রাকুলপ্রীত সিং।
রাকুলপ্রীত সিংয়ের নতুন ছবি ‘ছত্রিওয়ালি’। শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে। তার আগে ইনস্টাগ্রামে মুক্তি পায় এই ছবির ট্রেলার।
ট্রেলার পোস্ট করে এই ওটিটি প্ল্যাটফর্মে লেখা হয়, যদি সেফ সেক্সের শিক্ষা পুরো না পেয়ে থাকেন, তাহলে জানাই ছাত্রীওয়ালি আসছে সেটাকে পুরো করতে। একই সঙ্গে সেই পোস্টের ক্যাপশনে জানানো হয় এই ছবিটি ২০ জানুয়ারি জি ফাইভে মুক্তি পেতে চলেছে।
ট্রেলারের শুরুতে দেখা যায় এক ছাত্র তার শিক্ষক প্রশ্ন করছেন জনসংখ্যা কীভাবে বাড়ে স্যার? উত্তরে স্যার বলেন, যখন একটা পাখি আরেকটা পাখির উপরে বসে তখন জনসংখ্যা বাড়ে। এরপর ছেলেটি বলে, তাহলে আমি বন্ধুর ঘাড়ে উঠে বসব? এরপর দেখা যায় রাকুলপ্রীতকে।
অভিনেত্রী এই ছবিতে টিচারের চরিত্রে অভিনয় করবেন। তিনি তার পরিবার এবং ব্যক্তিগত জীবন দিয়ে বুঝাবেন ছাত্র-ছাত্রীদের সঠিক যৌনশিক্ষা দেওয়া কতটা জরুরি।
তখন তিনি সেই বিষয় নিয়ে প্রশ্ন করেন যে, সেফ সেক্স এডুকেশন যদি সিলেবাসে কম্পালসরি হয় তাহলে প্রশ্ন কেন অপশনাল হয়? এবং তখন তিনি স্পষ্ট করে জানিয়ে দেন তিনি ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে শিক্ষা দেবেন। তারপর কী হয় সেটাই দেখা যাবে এই ছবিতে।
রাকুলপ্রীতের প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন সুমিত ব্যাস। রাকুলপ্রীত সিংয়ের সঙ্গে এই ছবিতে আরও দেখা যাবে সতীশ কৌশিক আরও অনেকে । ছবিটির পরিচালনা করেছেন তেজসপ্রভা বিজয় দেওস্কর।
এনবিএস/ওডে/সি