ঢাকা, বুধবার, মার্চ ১৯, ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১
Logo
logo

গাজা উপত্যকায় এক্স-রে মেশিন ঢুকতে দিচ্ছে না দখলদার ইসরাইল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম

গাজা উপত্যকায় এক্স-রে মেশিন ঢুকতে দিচ্ছে না দখলদার ইসরাইল

গাজা উপত্যকায় এক্স-রে মেশিন ঢুকতে দিচ্ছে না দখলদার ইসরাইল

ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের স্বাস্থ্যসেবার জন্য অতি প্রয়োজনীয় এক্স-রে মেশিন ওই উপত্যকায় প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল (বৃহস্পতিবার) ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক নতুন এক্স-রে মেশিনের পাশাপাশি পুরনো মেশিনগুলোর ১৪ ধরনের ডিভাইস ও পার্টস আনার অনুরোধ গত ১৪ মাস ধরে প্রত্যাখ্যান করা হচ্ছে অথবা ঝুলিয়ে রাখা হয়েছে।

মন্ত্রণালয়ের পরিচালক মেধাত আব্বাস বলেন, গাজায় অবস্থিত হাসপাতালগুলোর পক্ষে আন্তর্জাতিক ত্রাণ ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো এসব যন্ত্রপাতির খরচ বহন করছে। তিনি বলেন, “পৃথিবীতে আর কোথাও এমন ঘটনা খুঁজে পাওয়া যাবে না যেখানে দখলদার শক্তি ওষুধ অথবা স্বাস্থ্যসেবা খাতে ব্যবহৃত যন্ত্রপাতি আনার অনুমতি দেয় না।” তিনি বলেন, “যখন ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা প্রয়োজন তখন কেন এমন হয়? তাদের মেডিক্যাল যন্ত্রপাতি কেনার জন্য কেন বছরের পর বছর অপেক্ষা করতে হয় কিংবা এক বছর অপেক্ষা করার পর আবেদন প্রত্যাখ্যান করা হয়?” তিনি এ ঘটনাকে ‘ভীষণ যন্ত্রণাদায়ক’ বলে মন্তব্য করেন।

ইহুদিবাদী ইসরাইল দাবি করেছে, চিকিৎসার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি করে হামাস সেগুলোকে সামরিক কাজে ব্যবহার করে। তবে আব্বাস ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এসব যন্ত্রপাতি দ্বৈত কাজে ব্যবহার করা হয় বলে তেল আবিব যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা।
খবর পার্সটুডে / এনবিএস/২০১৩ / একে