ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

'বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা উচ্ছিষ্ট বিজেপি খড়কুটোর মতো উড়ে চলে যাবে'


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম

'বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা উচ্ছিষ্ট বিজেপি খড়কুটোর মতো উড়ে চলে যাবে'

'বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা উচ্ছিষ্ট বিজেপি খড়কুটোর মতো উড়ে চলে যাবে'

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি বিজেপিকে নিশানা করে বলেছেন, বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা উচ্ছিষ্ট বিজেপি খড়কুটোর মতো উড়ে চলে যাবে।

তিনি আজ (শনিবার) তৃণমূল সম্পর্কে বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপির মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেন। আজ বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘দিল্লির দূতরা এখন পৌঁছে যাচ্ছে বাড়িতে বাড়িতে। ব্যাঙ্কে পৌঁছে যাচ্ছে, বিডিও অফিসে পৌঁছে যাচ্ছে। সেই ভয়ে তৃণমূলের লোকেরা থরহরি কম্পমান। লোকেরা শীতে কাঁপছে, আর ওরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’-এর ভয়ে  কাঁপছে। যেটা ওনারা করতে চাচ্ছেন-সুরক্ষা কবচ, এখন নেতাদের লাগবে ওটা।’      

বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি এ ধরণের মন্তব্য করার পরেই তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি পাল্টা প্রতিক্রিয়ায় বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা উচ্ছিষ্ট বিজেপি খড়কুটোর মতো উড়ে চলে যাবে বলে মন্তব্য করেন। তৃণমূল নেতা শান্তনু সেন বলেন,  ‘বিজেপি বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হয়েছে এবং তারা খুব ভালোমত  উপলব্ধি করছে, যেটুকু ছড়িয়ে ছিটিয়ে বিজেপি রয়েছে, দিদির সুরক্ষা কবচ নিয়ে দিদির দূতেরা যখন বাংলার প্রত্যন্ত প্রান্তে পৌঁছে যাবে তখন সেই উচ্ছিষ্ট বিজেপি যেটুকু রয়েছে সেটাও খড়কুটোর মতো উড়ে চলে যাবে। সেটা তারা বুঝতে পারছে।’ 

‘আগামীদিনে নির্বাচনের দেওয়াল লিখনও তারা পড়তে পারছে, সেজন্য মানসিক হতাশাগ্রস্ত হয়ে রাজনৈতিক দৈন্যতা থেকে তারা এ ধরণের কথা বলছেন’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি। 
খবর পার্সটুডে / এনবিএস/২০১৩ / একে