ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

 নিজের পছন্দের ক্লাবে ফিরেই জোড়া গোল করে জেতালেন লুকাস পেরেজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৩, ০৬:০১ পিএম

 নিজের পছন্দের ক্লাবে ফিরেই জোড়া গোল করে জেতালেন লুকাস পেরেজ

 নিজের পছন্দের ক্লাবে ফিরেই জোড়া গোল করে জেতালেন লুকাস পেরেজ

নিজের পছন্দের দেপোর্তিভো লা করুনা ক্লাবে ফিরে দারুণভাবেই রাঙালেন ফরোয়ার্ড লুকাস পেরেজ। জোড়া গোল করে দলকে এনে দিলেন দারুণ এক জয়।

এ জানুয়ারিতেই লা লিগার দল কাডিস থেকে তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো লা করুণায় যোগ দেন আর্সেনাল, ওয়েস্টহ্যামের সাবেক তারকা লুকাস পেরেজ। ভালোবাসার ক্লাবটিতে যোগ দিতে ট্রান্সফার ফির একটা অংশ নিজের পকেট থেকে দেন তিনি।  ২০১৮ সালে লা লিগা থেকে অবনমিত হওয়ার পর এখন তৃতীয় বিভাগে খেলছে এক সময়ের সমীহ জাগানো দলটি। এই দুর্দশা থেকে দলকে উদ্ধার করতে শীর্ষ লিগ থেকে তৃতীয় বিভাগে যোগ দিতেও দুবার ভাবেননি  তিনি ।

রোববার ইউনিওনিস্তাসের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নামেন পেরেজ। আর দলে ফেরার পর প্রথম ম্যাচেই জোড়া গোল করে দলকে ৩-০ গোলের জয় এনে দেন তিনি। এই জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে দলটি।

এদিন দলটির খেলা দেখতে মাঠে এসেছিলেন প্রায় ২৪ হাজার দর্শক। ঘরের ছেলের দারুণ পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত তারা।

২০১৮ পর্যন্ত লা করুনায় খেলা পেরেজ দ্বিতীয় দফায় ক্লাবে ফিরে দাঁড়িয়ে আছেন শততম ম্যাচ খেলার মাইলফলকের দ্বারপ্রান্তে। এই নিয়ে ক্লাবটির জার্সিতে ৯৭টি ম্যাচ খেললেন তিনি।

এনবিএস/ওডে/সি