এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম
আমিরাতি পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফর, আবুধাবিকে ওয়াশিংটনের হুমকি
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি সিরিয়া সফর করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মার্কিন সরকার। ওয়াশিংটন আবুধাবিকে হুমকি দিয়ে বলেছে, বাশার আল আসাদ সরকারের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করা হলে তার জন্য আবুধাবিকে চরম মূল্য দিতে হবে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গত সপ্তাহে দামেস্ক সফর করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেন। এটি ছিল সাম্প্রতিক সময় তার দ্বিতীয় দফা সিরিয়া সফর।
গত সপ্তাহের সফরের সময় আমিরাতি পররাষ্ট্রমন্ত্রীল সঙ্গে একটি উচ্চপর্যায়ে প্রতিনিধিদল ছিল। এছাড়া বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা তার সঙ্গে সিরিয়া সফর করেন। সফরকালে আমিরাতি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সংকটের কূটনৈতিক সমাধানের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
এ বিষয়ে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির একজন সদস্য হুমকি দিয়ে বলেছেন, আমিরাতি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর থেকে বাশার আসাদ সরকার লাভবান হবে। এটি আবুধাবির জন্য বিরাট বড় ঝুঁকি হয়ে দেখা দিয়েছে, এমনকি তারা নিষেধাজ্ঞার কবলেও পড়তে পারে।
মার্কিন ওই সিনেটর বলেন, সিরিয়ার জনগণের ওপর বাশার আসাদ সরকার যে অপরাধজ্ঞ চালিয়েছে সে ব্যাপারে আমেরিকা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফর সেই প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।
খবর পার্সটুডে/ এনবিএস/ ২০২৩/ একে