ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Logo
logo

ফরাসি পত্রিকা শার্লি এবদোর বিরুদ্ধে ইরানের জনগণের প্রতিবাদ বিক্ষোভ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম

ফরাসি পত্রিকা শার্লি এবদোর বিরুদ্ধে ইরানের জনগণের প্রতিবাদ বিক্ষোভ

ফরাসি পত্রিকা শার্লি এবদোর বিরুদ্ধে ইরানের জনগণের প্রতিবাদ বিক্ষোভ

ফ্রান্সের একটি পত্রিকায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বিকৃত কার্টুন ছাপানোর প্রতিবাদে রাজধানী তেহরানে ফরাসি দূতাবাসের সামনে বহু ইরানি নাগরিক প্রতিবাদ বিক্ষোভ করেছেন। এ সময় তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করেন এবং সাপ্তাহিক শার্লি এবদো পত্রিকার বিরুদ্ধে নিন্দা জানান।

 পাশাপাশি তারা ফ্রান্সের জাতীয় পতাকায় আগুন দেন। বিক্ষোভকারীরা ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন। গতকাল (রোববার) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং এতে বেশিরভাগই মাদ্রাসার ছাত্র-শিক্ষক অংশ নেন।
বিক্ষোভকারীরা ইরানের জাতীয় পতাকা এবং সর্বোচ্চ নেতার ছবি সম্বলিত প্লাকার্ড বহন করেন যাতে লেখা ছিল “আমি সর্বোচ্চ নেতার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত।” এছাড়া, পত্রিকাটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিক্ষোভকারীরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
একই ধরনের প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোম নগরীতে। সেখানকার মাদ্রাসার ছাত্ররা এক বিবৃতিতে বলেছেন, ফরাসি সরকারকে অবশ্যই এই ধরনের অযৌক্তিক, অবমাননাকর ও ধর্মবিরোধী কর্মকাণ্ড থেকে পত্রিকাটিকে বিরত রাখার জন্য ব্যবস্থা নিতে হবে। এছাড়া শার্লি এবদো পত্রিকায় সর্বোচ্চ নেতার বিকৃত কার্টুন প্রকাশের জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে ইরানি জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
খবর পার্সটুডে/ এনবিএস/ ২০২৩/ একে