এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম
মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক অনুষ্ঠানে মিথ্যাচার করছেন, শোভনীয় নয়: সুজন চক্রবর্তী
ভারতের পশ্চিমবঙ্গের সিপিএম নেতা ও সাবেক এমপি সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক অনুষ্ঠানে মিথ্যাচার করছেন, শোভনীয় নয়।
আজ (সোমবার) কোলকাতায় শুরু হওয়া তিন দিনের জি-২০ সম্মেলনের প্রথম বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যুতে রাজ্যে বিগত বামফ্রন্ট সরকারের সমালোচনা করেন। সেই প্রসঙ্গে সিপিএম নেতা ও সাবেক এমপি সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে মিথ্যাচারী বলে কটাক্ষ করেছেন।
মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘যখন আমরা ক্ষমতায় এসেছিলাম তখন রাজ্য ঋণে জর্জরিত ছিল এবং উন্নয়ন বলে কিছুই ছিল না। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। করোনাকালেও রাজ্যের ‘জিডিপি’ বেড়েছে চারগুণ।’
এ প্রসঙ্গে সিপিএম নেতা ও সাবেক এমপি সুজন চক্রবর্তী বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী যদি জি-২০ বৈঠক সংক্রান্ত আন্তর্জাতিক অনুষ্ঠানে তার ব্যক্তিগত মনোভাবে মিথ্যার আশ্রয় নেন এবং বামফ্রন্টের বিরুদ্ধে নিশানা করার জন্য যদি আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করেন তা মুখ্যমন্ত্রীর পক্ষ সাজে না। আমি তার তীব্র নিন্দা করছি। ঋণের দায়ে জর্জরিত হওয়ার কথা যেটা উনি বলেছেন এবং সেটা যদি ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা হয়, এখন তা চারগুণ হয়েছে। প্রায় ৬ লাখ কোটি টাকা হয়েছে। এটার কে জবাব দেবে? সারা পশ্চিমবঙ্গে কিছুই ছিল না বলা হচ্ছে, কিন্তু নিউ টাউন বামফ্রন্টের আমলে গড়ে উঠেছিল। সেখানে উনি মিথ্যে কথা বলছেন।’
‘আন্তর্জাতিক কোনো মঞ্চে তৃণমূলকে নিশানা করার মনোভাব আমরা কখনো নিই না। মুখ্যমন্ত্রী মিথ্যাচারী। এবং মুখ্যমন্ত্রী বরাবরই এরকম কাজ করে থাকেন। আমি নিন্দা করছি’ বলেও মন্তব্য করেন সিপিএম নেতা ও সাবেক এমপি সুজন চক্রবর্তী।
খবর পার্সটুডে/ এনবিএস/ ২০২৩/ একে