এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম
সালমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন প্রাক্তন প্রেমিকা
আবারও চর্চায় সালমান খান ও সোমি আলি সম্পর্ক নিয়ে। সালমান খানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন সাবেক প্রেমিকা সোমি আলি। সালমান খানের বিরুদ্ধে শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন অভিনেতার প্রাক্তন প্রেমিকা সোমি আলি। নায়িকার দাবি, ২০ বছর পরেও তার শরীর ও মনের ক্ষত জ্বলছে। মানসিক ট্রমা আজও কাটিয়ে উঠতে পারেননি তিনি।
শনিবার (৭ জানুয়ারি) ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী সোমি আলি। অভিনেত্রীর অভিযোগ, সালমান খান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন যাতে ডিসকভারি+ ইন্ডিয়াতে সোমির শো ‘ফ্লাইট অর ফাইট’ সম্প্রচারিত না করা হয়। এরপর সালমান খানের হাতে অত্যাচারিত হওয়ার অভিযোগ করেন সোমি। এমনকি সালমানকে নিজের অপরাধ শিকার করতে হবে বলেও দাবি করেন সোমি।
সোমি ওই ভিডিও বার্তায় জানান, ‘আমি চাই সালমান খান নিজের দোষ শিকার করুক। প্রকাশ্যে বলুক, আমাকে কোন পরিস্থিতিতে ফেলেছিলেন উনি। আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা পেতে চাই। তবে একজন ইগোম্যানিয়াক এবং নার্সিসিস্টিক মানুষ কোনও দিন করবে না। আমি চাই উনি আমার শো থেকে প্রতিবন্ধকতা তুলে নিন। আমি চাই ভারতের মানুষজন দেখবার সুযোগ পাক আমার সংস্থা নো মোর টিয়ারস কী কাজ করে। আমি নিজের জীবনের ১৫টা বছর এই সংস্থায় ব্যয় করেছি। আমার রক্ত-ঘাম মিশে আছে এই এনজিওর সঙ্গে। যা প্রায় ৪০ হাজার পুরুষ আর মহিলার জীবন বাঁচিয়েছে।’
সোমি যোগ করেন, ‘আমি চাই মিস্টার খান আয়নায় নিজেকে দেখুক, আর প্রশ্ন করুক, কীভাবে সে বললো যে আমাকে কোনও দিন সে মারেনি, হেনস্থা করেনি? একজন কীভাবে শান্তিতে বাঁচতে পারে, এগুলো কারুর সঙ্গে করে, তারপর নিজের কৃতকর্ম অস্বীকার করতে, লজ্জা হওয়া দরকার। আশা করি, একদিন উনার মধ্যে শুভবুদ্ধি উদয় হবে, আর প্রকাশ্যে নিজের অপরাধের কথা স্বীকার করে উনি ক্ষমা চাইবেন’।
সালমান খানের সঙ্গে নাম জড়িয়েছে বহু নারীর। ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সালমান প্রেম করেছেন অভিনেত্রী সোমি আলির সঙ্গে, এমনটাই শোনা যায়। সালমানের সঙ্গে সম্পর্কে থাকার অভিজ্ঞতা সুখকর হয়নি সোমির, পরবর্তীতে একাধিকবার সালমানের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন প্রাক্তন অভিনেত্রী।
গত মাসেই সালমানের বিরুদ্ধে ইনস্টাগ্রামের ভয়ানক অভিযোগ এনেছিলেন সোমি। লিখেছিলেন, ‘আমার কাছেও আইনজীবী রয়েছে যারা আমাকে বাঁচাবে ওই সব সিগারেটের ছ্যাঁকা, শারীরিক নির্যাতন এবং সেডামি (বিকৃত যৌনাচার, মূলত পায়ুপথে যৌনচার) থেকে যার মধ্যে দিয়ে তুমি (একসময়) আমাকে যেতে বাধ্য করেছো। তাই যাও নিজেকে আয়নায় দেখো। আর সেই সব অভিনেত্রীদের লজ্জা পাওয়া উচিত যারা তোমাকে সমর্থন করেছে।
সালমানের প্রেমে পড়েই পাকিস্তান থেকে ‘পালিয়ে’ ভারতে এসেছিলেন সোমি। অল্পদিনের মধ্যেই সোমি সালমান ঘনিষ্ঠ হয়ে ওঠেন। একসঙ্গে একটি ছবিও শুরু করেছিলেন তারা, যদিও মাঝপথেই আটকে যায় সেই ছবির কাজ। কিন্তু আটকে থাকেনি সোমি-সালমানের প্রেম। যদিও সেই প্রেমের পরিণতি সুখকর হয়নি। সালমানের সঙ্গে প্রেম ভাঙার পর বলিউড ছাড়েন এই পাক সুন্দরীকে। সম্পর্ক ভাঙার জন্য ঐশ্বরিয়া রাইকে দায়ি করেছিলেন সোমি। সাত বছরের ফিল্মি কেরিয়ারে ‘কৃষণ অবতার’, ‘অন্ত’, ‘আও প্যায়ার করে’, ‘আন্দোলন’, ‘তিসরা কৌন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন সোমি আলি। আপতত মার্কিন মুলুকের বাসিন্দা অভিনেত্রী।
এনবিএস/ওডে/সি