ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

 চমকপ্রদ নতুন নিয়ম নিয়ে শুরু হলো দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৩, ০৪:০১ পিএম

 চমকপ্রদ নতুন নিয়ম নিয়ে শুরু হলো দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ

 চমকপ্রদ নতুন নিয়ম নিয়ে শুরু হলো দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ

 আন্তর্জাতিক, ঘরোয়া কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বরাবরই টসের সময় অধিনায়কদের একাদশের তালিকা জমা দিতে হয়। তবে এমন নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ। প্রথমবারের মতো হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে টসের পর একাদশ নির্বাচন করতে পারবে অধিনায়করা।

যদিও টসের আগে ১৩ জন ক্রিকেটারের তালিকায় জমা দিতে হবে। টসের পর সেটি ১১ জনে নামিয়ে আনবেন অধিনায়করা। বাকি দুজন ক্রিকেটার বিকল্প ফিল্ডার হিসেবে থাকবেন। আরও একটি নতুন নিয়ম যোগ করতে যাচ্ছে টুর্নামেন্ট কতৃপক্ষ। যদি রান আউটের জন্য করা থ্রোতে বল স্টাম্পে না লাগে তাহলে পরবর্তিতে ওভারথ্রো রান যোগ হবে না।

আয়োজকরা মনে করছেন করেন এর ফলে ফিল্ডাররা আরও ইতিবাচক এবং আক্রমণাত্বক ফিল্ডিং করার জন্য উৎসাহী হবেন। প্রতি ম্যাচেই বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ থাকছে দলগুলোর। এসএ২০ লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য সাধারণত দলগুলো ৪ পয়েন্ট পাবে। তবে কোন দল যদি +১.২৫ রান রেট ধরে রেখে জয় পায় তাহলে তারা এক পয়েন্ট বোনাস পাবে।

এদিকে ফ্রি হিট ডেলিভারিতেও চমক রাখছে টুর্নামেন্টের আয়োজকরা। ফ্রি হিট ডেলিভারিতে যদি বল স্টাম্প ভাঙে তাহলে ব্যাটাররা কোন রান নিতে পারবে না। এতসব নিয়মের মাঝেও স্পটলাইটে টসের পর একাদশ নির্বাচন। কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে এবারই প্রথম দেখা যাবে এমন নিয়ম।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের মতো বেশ কিছু চমকপ্রদ নিয়ম আছে বিগ ব্যাশ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। যেখানে বিগ ব্যাশে দেখা মেলে পাওয়ার সার্জ, ব্যাশ বুস্ট এবং এক্স-ফ্যাক্টর। আইপিএলের এবারের আসরে দেখা যাবে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। এদিকে চমকপ্রদ সব নিয়ম নিয়ে ১০ জানুয়ারি মাঠে গড়ালো লিগ।

এনবিএস/ওডে/সি