ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 মাশরাফি সুপার হাজব্যান্ড: সুমি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম

 মাশরাফি সুপার হাজব্যান্ড: সুমি

 মাশরাফি সুপার হাজব্যান্ড: সুমি

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ তারকা সমৃদ্ধ দল না হলেও মাশরাফির নেতৃত্বে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়কের অধিনায়কত্ব সকলেই উপভোগ করছে। প্রমাণ করে দিয়েছেন তিনি ফুরাবার নন।

তবে ম্যাশের নেতৃত্বে সিলেটের এমন সাফল্যে তাকে এককভাবে কৃতিত্ব দিতে চান না তার স্ত্রী সুমি। তিনি বলেন, ‘মাশরাফিকে সুপারম্যান বলবো না কিন্তু সে আলাদা। হাজব্যান্ডের জায়গা তো আলাদা, সে অবশ্যই সুপার হাজব্যান্ড। শুধু মাশরাফিকে নিয়ে যদি বলি তাহলে বাকিদের প্রতি অন্যায় করা হবে। একটা জয় শুধু একজনের জন্য না, পুরো দলের জন্যই।’

মাশরাফিকে অন্যদের চেয়ে আলাদা উল্লেখ করে তিনি বলেন, ‘তার (মাশরাফি) কাছে ঈশ্বরপ্রদত্ত কিছু একটা আছে অথবা ওর কনফিডেন্সের কারণেই হয়তো সব সম্ভব হয়। লিডারশিপ একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সে ক্ষেত্রে বাংলাদেশের দর্শকরা যেটা ভাবে, আমিও সেটাই বলব। মাঠে আসলাম, দেখলাম। বাসায় যতটা পারি মেন্টাল সাপোর্ট দেই। সাপোর্টটা আসলে গুরুত্বপূর্ণ।

এনবিএস/ওডে/সি