এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম
অভিনয় ছাড়ছেন সাই পল্লবী!
দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। একের পর এক হিট ছবি করছেন এই অভিনেত্রী। ‘গার্গী’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে তার। ক্যারিয়ারে এত সাফল্য পেয়েও অভিনয় ছাড়তে চলেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ধর্মকর্মেও ভীষণ ভক্ত এই নায়িকা। শোনা যাচ্ছে, ধর্মের কারণেই অভিনয়ে ইতি টানতে চলেছেন তিনি।
আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, অভিনয় ছাড়তে চলেছেন সাই পল্লবী। তখন অবশ্য অভিনয় ছাড়ার কারণ হিসেবে ডাক্তারি পেশায় পুরোপুরি মনোনিবেশ করার কথা সামনে এসেছিল। জর্জিয়া থেকে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। কোয়েম্বাতুরে নিজের হাসপাতালও রয়েছে তার।
কিন্তু হঠাৎই সাদা পোশাকে সাই পল্লবীকে দেখে নেটপাড়ার একাংশের দাবি, ধর্মের কারণেই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি! সম্প্রতি দক্ষিণ ভারতীয় এক ধর্মীয় আচার হেতাই হাবাবা-তে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। তারপর থেকেই সাই পল্লবীর অভিনয় ছাড়ার এই জল্পনা জোরদার হয়েছে।
এনবিএস/ওডে/সি