ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার গড়ে জিহাদিদের উপর বুলডোজার চলবে: শুভেন্দু অধিকারী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম

পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার গড়ে জিহাদিদের উপর বুলডোজার চলবে: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার গড়ে জিহাদিদের উপর বুলডোজার চলবে: শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার গড়ার পর জিহাদিদের ওপর বুলডোজার চালানো হবে।

তিনি আজ (মঙ্গলবার) বিজেপিশাসিত ত্রিপুরার বিশালগড়ে দলীয় ‘জন বিশ্বাস যাত্রা’ কর্মসূচির সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ বলেন, ‘আপনারা এখানে এবার ডাবল ইঞ্জিন সরকার (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) গড়বেন। পশ্চিমবঙ্গে আমরাও ৩ থেকে ৭৭  হয়েছি। ২ কোটি ২৮-এর ভোট পেয়েছি। এবারে ডাবল ইঞ্জিন সরকার ত্রিপুরা দেবে। আগামীবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজীর মতো জিহাদিদের উপরে বুলডোজার চলবে।’       

শুভেন্দু অধিকারী ত্রিপুরায় বিগত বামফ্রন্ট সরকারের কথা উল্লেখ করে বলেন, ‘কয়েক দশক ধরে সিপিএম এখানে যে রাজত্ব করেছিল, যে বর্বরতা, যে নির্মমতা, যে অত্যাচার, যে দলতন্ত্র আপনারা দেখেছিলেন, সেই সিপিআইএম পার্টিকে এই তেইশের নির্বাচনে একেবারে সাফ করতে হবে। এবং তথাকথিত বাম-কংগ্রেসের জোট যদি হয়, পশ্চিমবঙ্গ বিধানসভায় যেমন কংগ্রেস-সিপিএমের কোনো বিধায়ক নেই। এই বিধানসভাও এমন বিধানসভা গড়ুন, যেখানে কংগ্রেস, সিপিএমের যেন একটাও সদস্য না থাকে। ত্রিপুরায় যে উন্নয়ন হয়েছে তা সম্ভব হয়েছে এখানে বিজেপি সরকার আর দিল্লিতে মোদিজীর সরকারের জন্য।’    

ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি আগেভাগে মাঠে নেমেছে। ইতোমধ্যে রথে ‘জন বিশ্বাস যাত্রা’র মাধ্যমে বিজেপির প্রচারে সুর বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ।
খবর পার্সটুডে/ এনবিএস/একে ২০২৩