ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

 টিভি পর্দায় ফিরে এলো গোল্ডেন গ্লোবস পুরস্কার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম

 টিভি পর্দায় ফিরে এলো গোল্ডেন গ্লোবস পুরস্কার

 টিভি পর্দায় ফিরে এলো গোল্ডেন গ্লোবস পুরস্কার

 টিভি শো ছাড়া কোনো বিনোদনমূলক অনুষ্ঠানই জমে উঠে না। নানা বিশৃংখলার কারণে গত বছরের গোল্ডে গ্লোবস পুরস্কার তেমন একটা জমে উঠেনি। হলিউড ফরেন প্রেসের সদস্যদের মধ্যে বৈচিত্রের অভাব, যৌনতার অভিযোগ এবং নৈতিক ও আর্থিক ত্রুটির কেলেঙ্কারির বিষয়কে কেন্দ্র করে গত গোল্ডেন গোল্বস এ্যাওয়ার্ড বিশৃঙ্খলায় পড়ে। টিভি শো, তারকার পদভারে মুখরিত রেড কার্পেট, হোস্ট, প্রেস বা লাইভস্ট্রিম ছাড়া কিভাবে একটা পুরস্কার অনুষ্ঠান জীবন পায়।

গোল্ডেন গ্লোবস এ্যাওয়ার্ডকে এক সময় বলা হতো সবচেয়ে বড়, পানাহারে মুখরিত একটি অনুষ্ঠান, যা বিশ্বের ১৮ মিলিয়ন দর্শক নিয়মিত দেখত, সেটিকে বেভারলি হিল্টন হোটেলে তারকাশূন্য ৯০ মিনিটের ব্যক্তিগত ইভেন্টে পরিণত করা হয়েছিল।

পুরস্কারগুলো ঘোষণা করা হতো টুইটারে। কে কেন পুরস্কার পেয়েছে তা জানান দেওয়া হতো না। এক বছরে কত কিছু বদলে গিয়েছিল।

লস অ্যাঞ্জেলেস টাইমসের একটি প্রতিবেদনের প্রেক্ষিতে, যা ক্ষতিকারক বলে মনে করা হয়েছিল, টিভি প্রচার বন্ধ হয়ে গিয়েছিল গোল্ডেন গ্লোবসের। ৮০ বছরের পুরনো এই অ্যাওয়ার্ড আবার এক বছরের চুক্তিতে মঙ্গলবার ফিরিয়ে এনেছে এনবিসি। এর মাধ্যমে বিগত বছরের মতো কয়েক মিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে না।  

এবারের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে বেশ কয়েকজন তারকা উপস্থিত থাকার পরিকল্পনা করছেন। এবারের গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড উপস্থাপন করবেন তারকা কৌতুকাভিনেতা জেরদ কারমাইকেল।

এখন একটি কঠোর আচরণবিধি, রিফ্রেশ করা উপবিধি, উপহারের উপর নিষেধাজ্ঞা এবং ইন্ডাষ্ট্রি থেকে ভ্রমণ এবং অন্যান্য সুবিধা গ্রহণের ক্ষেত্রে নতুন নিয়ম করা হয়েছে।

এনবিএস/ওডে/সি

তাৎপর্যপূর্ণ সংবাদ সম্মেলন বাতিল হয়ে গিয়েছিল। পুরস্কারের জন্য বর্ধিত ভোটার তালিকায় লস অ্যাঞ্জেলেসভিত্তিক বিদেশী সাংবাদিককে বাদ দেওয়া হয়েছিল। অথচ গোল্ডেন গ্লোবসে এই সাংবাদিকদের একটা প্রভাব বিস্তারি ক্ষমতা ছিল। এই পরিবর্তনে তারা আবার ফিরছে, কেউ কেউ সন্তোষও প্রকাশ করেছেন।