ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

 ব্রাজিলিয়ান দানি আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম

 ব্রাজিলিয়ান দানি আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু

 ব্রাজিলিয়ান দানি আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু

ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেসের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ফুটবলার নাকি স্পেনের একটি নাইটক্লাবে এক নারীকে উত্যক্ত করেনে। অভিযোগের তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছে কাতালুনিয়ার সুপ্রিম কোর্ট।

বার্সেলোনার আদালত মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, গত মাসে নাইটক্লাবে আলভেস কর্তৃক যৌন হয়রানির শিকার হওয়া এক নারীর আবেদনের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে আদালতের বিবৃতিতে আলভেসের নাম উল্লেখ করা হয়নি। তবে আদালতের এক মুত্রপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন, এই অভিযোগ আলভেসের বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, অভিযোগের তদন্ত চলছিল, কিন্তু আদালতের হাতে বেশি তথ্য ছিল না।

স্পেনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে একটি নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই নারী। সম্মতি ছাড়াই আলভেস তার অন্তর্বাসের নিচের দিকে স্পর্শ করেন আলভেস। এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে আলভেসের এক মুখপাত্র দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করেন। বর্তমানে এই ডিফেন্ডার খেলছেন মেক্সিকোর ক্লাব পুমাসে।

গত সপ্তাহে আন্তেনা থ্রি-কে দেওয়া সাক্ষাৎকারে নাইটক্লাবে থাকার কথা স্বীকার করলেও ওই ধরনের কোনো ব্যবহার করার কথা অস্বীকার করেন আলভেস।

গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করেন আলভেস। ওই ম্যাচে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক বনে যান ৩৯ বছর বয়সী এই ফুটবলার।

এনবিএস/ওডে/সি