ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

 ফ্রান্স সমর্থকদের ভয়ে মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে প্যারেড করতে দেয়নি পিএসজি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম

 ফ্রান্স সমর্থকদের ভয়ে মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে প্যারেড করতে দেয়নি পিএসজি

 ফ্রান্স সমর্থকদের ভয়ে মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে প্যারেড করতে দেয়নি পিএসজি

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে পিএসজিতে ফিরেছেন লিওনেল মেসি। ধারণা করা হচ্ছিল, ফরাসি জায়ান্টরা তাকে বীরোচিত সংবর্ধনা দেবে এবং ক্লাবটির ঘরে মাঠে বিশ্বকাপের শিরোপা হাতে প্যারেড করবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু এসবের কিছুই নাকি হচ্ছে না। কারণ ফ্রান্স সমর্থকরা খেপে যেতে পারেন।

বুধবার দিবাগত রাত ২টায় ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে অ্যাঞ্জার্সকে আতিথ্য দেবে পিএসজি। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতার পর ফরাসি লিগ ওয়ানের এই ম্যাচ দিয়েই ফের মাঠে নামবেন মেসি। ঐতিহ্য অনুযায়ী, বিশ্বকাপ জিতে ফিরলে খেলোয়াড়দের ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ জেতায় মেসিকে কোনো সংবর্ধনা দেবে না প্যারিসের ক্লাবটি।  

পিএসজির মেসিকে সংবর্ধনা না দেওয়ার পেছনে মূল কারণ আসলে সমর্থকরা। কারণ এই ফ্রান্সকে হারিয়েই বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টাইনরা। আর মেসি ছিলেন লিওনেল স্কালোনির দলের প্রাণভোমরা। তাই মেসিকে সংবর্ধনা দিলে পিএসজি সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে পারেন।

এনবিএস/ওডে/সি