ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

 ফ্রান্সের লিগ ওয়ানে অঁজির বিরুদ্ধে জিতলো মেসির পিএসজি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম

 ফ্রান্সের লিগ ওয়ানে অঁজির বিরুদ্ধে জিতলো মেসির পিএসজি

 ফ্রান্সের লিগ ওয়ানে অঁজির বিরুদ্ধে জিতলো মেসির পিএসজি

 কাতার বিশ্বকাপ জয়ের পর প্রায় এক মাস বিরতিতে থেকেও ছন্দ হারাননি আর্জেন্টিনার মহা তারকা ও পিএসজির ফুটবলার লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নেমে ঝলক দেখালেন তিনি। পায়ের কারিকুরি দেখালেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা নেইমার। তাদের সপ্রতিভ উপস্থিতিতে জয়ে ফিরলো পিএসজি। অঁজিকে হারিয়ে সুসংহত করলো শীর্ষস্থান।

ঘরের মাঠে বুধবার রাতে ফ্রান্সের লিগ ওয়ানের ম্যাচে ২-০ গোলে জিতেছে পিএসজি। উগো একিতিকে শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেছেন মেসি। কিলিয়ান এমবাপ্পেসহ প্রথম পছন্দের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়া খেলতে নামা পিএসজির জয়ে ফেরায় দারুণ অবদান নর্দি মুকিয়েলের। দুটি গোলেই অবদান এই ডিফেন্ডারের।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের বাকি সব সদস্য নিজেদের ক্লাবের দর্শকদের সামনে দেখিয়েছেন বিশ্বকাপে পাওয়া মেডেল। ব্যতিক্রম শুধু মেসি, আর দশটা ম্যাচের মতোই স্বাভাবিকভাবে ওয়ার্মআপ করেন আর্জেন্টিনা অধিনায়ক। সেখানে অবশ্য একটু ভিন্নতা ছিল। ফুটবলের রাজা পেলের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি ‘অমর পেলে’ লেখা সাদা টি-শার্ট পরে ছিলেন। একই টি-শার্ট পরেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও।  

প্রয়াত পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ। প্রথম ভালো আক্রমণেই পঞ্চম মিনিটে এগিয়ে যায় পিএসজি। মেসির কাছ থেকে বল পেয়ে মুকিয়েলে নিচু ক্রসে খুঁজে নেন একিতিকেকে। রাঁস থেকে ধারে খেলতে আসা ফরাসি ফরোয়ার্ড চমৎকার ফিনিশিংয়ে সারেন বাকিটা।

এনবিএস/ওডে/সি