ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

তালিবান সরকারের নারীনীতির কারণে ওয়ানডে সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৩, ০৮:০১ পিএম

তালিবান সরকারের নারীনীতির কারণে ওয়ানডে সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া

 তালিবান সরকারের নারীনীতির কারণে ওয়ানডে সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া

আফগানিস্তানের সঙ্গে আগামী মার্চে দুবাই স্টেডিয়ামে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার। কিন্তু আফগানিস্তানে তালেবানদের নারী নীতির কারণে সিরিজ বাতিল করলো ক্রিকেট অস্ট্রেলিয়া।

নারীদের ব্যাপারে বরাবরই রক্ষণশীল তালিবানরা। তারা চায় না, দেশটির নারীরা ক্রীড়াক্ষেত্রে জড়িত থাকুক। শুধু খেলাধুলা কেন, নারী-শিক্ষার ব্যাপারেও কঠোর তালিবান সরকার। সমস্যাটা মূলত এই দুই জায়গাতেই। অস্ট্রেলিয়া চায় বিশ্বের সব নারী ক্রীড়াক্ষেত্র ও শিক্ষার ব্যাপারে পুরুষদের সমান সুযোগ-সুবিধা পাক, যা তালিবানদের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানসহ বিশ্বের সব নারীরা পুরুষদের মতো ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকুক। এ জন্য আমরা আফগানিস্তানে অবস্থার উন্নতি চাই। শুধু এবারই নয়, অস্ট্রেলিয়ার এর আগেও আফগানিস্তানের সঙ্গে সিরিজ বাতিল করার নজির আছে।
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় এসেছিল তালিবান সরকার। ক্ষমতায় এসেই নারীদের ব্যাপারে কঠোর নীতি বাস্তবায়ন করতে উদ্যোগী হয় তারা। সেই সময় অস্ট্রেলিয়া রশিদ খানদের বিপক্ষে অনুষ্ঠিতব্য একটি সিরিজ বাতিল করে দেয়।

আইসিসির পূর্ণ সদস্য রাষ্ট্র ১২টি। প্রতিটি সদস্য রাষ্ট্রেরই নারী দল ও অনূর্ধ্ব-১৯ দল রয়েছে, এ ক্ষেত্রে ব্যতিক্রম কেবল আফগানিস্তান। এবারের নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তাদের প্রতিনিধিত্ব নেই। ব্যাপারটি নিয়ে উদ্বিগ্ন আইসিসি সিইও জিওফ অ্যালার্ডিস।

এনবিএস/ওডে/সি