ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Logo
logo

ইউরোপে যাওয়ার পথে তুর্কি সীমান্তে প্রাণ হারাচ্ছে বহু বাংলাদেশি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৩, ১২:০১ এএম

ইউরোপে যাওয়ার পথে তুর্কি সীমান্তে প্রাণ হারাচ্ছে বহু বাংলাদেশি

ইউরোপে যাওয়ার পথে তুর্কি সীমান্তে প্রাণ হারাচ্ছে বহু বাংলাদেশি



দালালের খপ্পরে পড়ে ইউরোপে যাওয়ার পথে তুর্কি সীমান্তে প্রতিদিনই বহু বাংলাদেশির মৃত্যু হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি এ ধরণের ঘটনা বেড়ে গেছে।

লেবাননের কর্মরত সাংবাদিক মিলন খান জানিয়েছেন, গত ২ জানুয়ারি দালালের খপ্পরে পড়ে তারও এক ঘনিষ্ঠ ব্যক্তি ইরান থেকে অবৈধভাবে তুরস্ক হয়ে গ্রিসে যাওয়ার পথে তুর্কি সীমান্তরক্ষীদের গুলিতে মারা গেছেন।

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান ওয়ালিদ ইসলাম বলেছেন, প্রায় প্রতিদিনই তুর্কি সীমান্তে গুলিতে অথবা ঠাণ্ডায় বহু বাংলাদেশি মারা যাচ্ছেন। তাদের লাশ সংগ্রহ করাও সম্ভব হচ্ছে না। বহু লাশ বরফের নিচে চাপা পড়ে যায়, কোনো দিন কেউ তাদের সম্পর্কে জানতেও পারে না। দূতাবাস অনেক চেষ্টা করেও এই প্রবণতা ঠেকাতে পারছে না। ওয়ালিদ ইসলাম আরও বলেছেন, বাংলাদেশি দালালরা এর সঙ্গে জড়িত। তারা আরব আমিরাত এবং ওমানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের অবৈধভাবে ইরানে নিয়ে আসছে এবং ইরান থেকে তুরস্ক হয়ে গ্রিসে পাঠানোর লোভ দেখাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, 'দুই-একজন হয়তো অবৈধভাবে ইউরোপে ঢুকতে পারছে, কিন্তু বেশির ভাগই ক্ষতির শিকার হচ্ছে। অনেকেই মারা যাচ্ছে। দালালরা হয়তো দুই-একজনের অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার গল্প শুনিয়ে অন্যদেরকে উৎসাহিত করছে, কিন্তু হাজারো ব্যর্থতার গল্প আপনাকে তারা বলছে না।'

বিশেষজ্ঞরা আরও বলেছেন, 'কারোরই অবৈধভাবে কোনো দেশে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। এতে মৃত্যুঝুঁকির পাশাপাশি অবশিষ্ট সহায়-সম্বল হারানোরও আশঙ্কা রয়েছে। অর্থ-সম্পদতো কখনোই জীবনের চেয়ে বড় হতে পারে না।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে