ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Logo
logo

আফগানিস্তানের রাজধানীতে বোমা বিস্ফোরণে নিহত ৭, আহত ১৩


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৩, ১২:০১ এএম

আফগানিস্তানের রাজধানীতে বোমা বিস্ফোরণে নিহত ৭, আহত ১৩

আফগানিস্তানের রাজধানীতে বোমা বিস্ফোরণে নিহত ৭, আহত ১৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হামলার সত্যতা স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। শহরে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান। তবে তাতে কত জন হতাহত হয়েছেন, তা জানাননি তিনি।

বিভিন্ন সূত্র বলছে, এ পর্যন্ত সাত জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা যখন কর্মদিবস শেষে বাড়ি ফেরার জন্য সামনের সড়ক দিয়ে এদিক-ওদিক যাচ্ছিলেন তখনি এই বিস্ফোরণ ঘটানো হয়। তবে হতাহতদের মধ্যে ক'জন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী তা স্পষ্ট নয়।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরণ দেখে আফগান কর্তৃপক্ষ ধারণা করছে, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এই হামলার সঙ্গে জড়িত।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে